‘বর্ণবিদ্বেষের প্রতিবাদ করেছি,তাই পুরস্কার পাইনি’! Balon D'Or হাতছাড়া হতেই বিস্ফোরক ভিনিসিয়াস…
Updated: 29 Oct 2024, 11:08 AM IST Moinak Mitra 29 Oct 2024 vinicius junior, real madrid, balon d or, indian football, france, french, rodri, manchester city, pep guardiola, barcelona, racism, ব্যালন ডি অর, কৃষ্ণাঙ্গ, ফুটবল, ফুটবলার, খেলোয়াড়, ফ্রান্স, ভিনিসিয়াস, জুনিয়র, ফরাসি, ব্রাজিলিয়ান, ফ্রেঞ্চ, স্পেন, রিয়াল মাদ্রিদ, স্প্যানিশ, রদ্রি, পেপ গুয়ার্দিওয়া, ম্যান সিটি, ম্যাঞ্চেস্টার, প্রতিবাদব্যালন ডি অর হাতছাড়া হওয়ার পর বোমা ফাটালেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। এবারে ফরাসি ফুটবলের বিচারে বর্ষসেরা ফুটবলার হওয়ার প্রধান দাবিদার ছিলেন তিনি, কিন্তু সেই পুরস্কার জেতেন স্পেনের ফুটবলার রদ্রি। এরপরই জুনিয়র দাবি করলেন, বর্ণবিদ্বেষের প্রতিবাদ করাতেই তাঁকে Balon D'Or পুরস্কার দেওয়া হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি