WB Rain Forecast and Weather till Diwali: বৃষ্টি কি বিদায় নিল পুরোপুরি? শীতের আগমনে কি ঘটবে বিলম্ব? Updated: 26 Oct 2024, 03:17 PM IST Abhijit Chowdhury ঘূর্ণিঝড় দানা বিদায় নিয়েছে। এই আবহে আজ আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে বেশ কিছুটা। টানা বৃষ্টি থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ। এর মধ্যে তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে। এই আবহে কালীপুজোর সময় কেমন থাকবে আবহাওয়া? কতদিন চলবে এই বৃষ্টি?