Weather update Heatwave Temperature:শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে? রইল আবহাওয়ার পূর্বাভাস
Updated: 28 Apr 2024, 12:21 PM IST Sritama Mitra 28 Apr 2024 weather, weather news, kolkata temparature, heatwave, west bengal weather, bengaluru temparature, আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়, তাপপ্রবাহ, তাপপ্রবাহের খবরদেশের ‘টেক ক্যাপিটাল’ বেঙ্গালুরুতে শনিবারের তাপমাত... more
দেশের ‘টেক ক্যাপিটাল’ বেঙ্গালুরুতে শনিবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। চলতি বছরে এইটিই বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে মার্চে একপ্রস্থ ঘামে ভিজেছে বাগিচা শহর।
গরম পড়েছে বেঙ্গালুরুতে- দেশের ‘টেক ক্যাপিটাল’ বেঙ্গালুরুতে শনিবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। চলতি বছরে এইটিই বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে মার্চে একপ্রস্থ ঘামে ভিজেছে বাগিচা শহর। গত ৮ বছরে এই তাপমাত্রা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বেঙ্গালুরুতে। ২০১৬ সালে এপ্রিল মাসে বেঙ্গালুরুতে ৩৯.২ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে খবর রয়েছে ‘দ্যা ডেকান হেরল্ডে’। তবে সুখবর রয়েছে বেঙ্গালুরুবাসীর জন্য। গরম বেশি দিন তাঁদের পোহাতে হবে না! বেঙ্গালুরু সহ কর্ণাটকে শিবমোগ্গা, চুমকুর,বিদারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ এপ্রিল থেকে ৩ মের মধ্যে সেখানে বর্ষণের পূর্বাভাস রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
পরবর্তী ফটো গ্যালারি