রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় অবিশ্বাস্য পারফরম্যান্স। মাত্র ১৬টি বল করেই শূন্য রানে সাত উইকেট নিলেন বাঁ-হাতি স্পিনার। তিনি অন্য কেউ নন বাংলারই ভূমিপুত্র অরিত্র চট্টোপাধ্যায়।
কালীঘাটের হয়ে খেলা অরিত্র বাংলার ক্রিকেট মহলে লুথার নামেই পরিচিত। সেই লুথারের ভেল্কিতেই কুপোকাত প্রতিপক্ষ। আরএসবি কলকাতার হয়ে দিল্লির সর্বভারতীয় টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন অরিত্র। শুধু যে সাত উইকেট নিলেন তাই নয়, অরিত্র এই ম্যাচে হ্যাটট্রিকও করেছেন। অরিত্রের স্পিনের ভেল্কিতে প্রতিপক্ষের তোলা মাত্র ১৯ রানের জবাবে তিন ওভারেই ম্যাচ জিতে যায় আরসিবি কলকাতা।
বাংলার বাঁ-হাতি বোলারের এই কীর্তিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। এর আগে হ্যাটট্রিকসহ সাত উইকেট তো দূর, কোনো রান না দিয়ে গোটা বিশ্বে কেউ পাঁচ উইকেটও পেয়েছেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বর্তমানে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অডিটর হিসেবে কর্মরত অরিত্র গত মরশুমে বাংলা রঞ্জি দলে থাকলেও খেলার সুযোগ পাননি। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জেও দুর্গাপুর ড্যাজলার্সের হয়ে এ মরশুমে খেলেছেন ৩৫ বছর বয়সি ক্রিকেটার। তবে এই একটা পারফরম্যান্সই তাঁকে প্রচারের আলোয় এনে দিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।