Ranji Trophy Final: খারাপ শটে আউট দুই আকাশ, নিজের ভুলে উইকেট দেন মনোজ, দেখুন কীভাবে ১০ উইকেট হারায় বাংলা- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2023, 05:46 PM IST-
নবাগত ওপেনার সুমন্ত চেতন সাকারিয়ার সুইংয়ে পরাস্ত হন। অনুষ্টুপকে বাড়তি বাউন্স কাজে লাগিয়ে সাজঘরে ফেরান চিরাগ জানি। মুকেশ-ইশানদের কাছ থেকে বিশেষ প্রত্যাশা ছিল না কারও। সব মিলিয়ে সৌরাষ্ট্রের বোলারদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক ব্যাট করতে ব্যর্থ হয় বাংলা। যার ফলেই তাদের প্রথম ইনিংসে ১৭৪ রানে অল-আউট হতে হয়।
মাঝের সেশনে ব্যাট করা তুলনায় সহজ ছিল, এটা মেনে নিয়েও বলতে হয় যে, ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। দুই তারকা হাফ-সেঞ্চুরি না করলে বাংলা আরও কম রানে গুটিয়ে যেতে পারত।
বর্তমান পরিস্থিতিতে বাংলা দ্বিতীয় দিনের সকালে সৌরাষ্ট্র শিবিরে পরপর আঘাত হানতে চাইবে। প্রথম দিনে সৌরাষ্ট্র ২ উইকেট হারিয়ে ৮১ রান তোলে। প্রথম ইনিংসে যত তাড়াতাড়ি সম্ভব উনাদকাটদের অল-আউট করতে না পারলে ম্যাচে ক্রমশ পিছিয়ে পড়বে বাংলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।