ভারতের বিরুদ্ধে শোয়েব মালিক যখন নামতেন তখন যেন তাঁর ভিতরের শক্তিটা অন্যরকম হত। মালিকের ভিতরের সুপার স্টারটা বেরিয়ে আসত। এবং বাইশ গজে সেটা দেখাও যেত। কিন্তু কী করে এটা সম্ভব, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেকে কী বলতেন শোয়েব মালিক। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ লিগে ভারতের বিরুদ্ধে হেরে যাওয়ার পরে চ্যাম্পিয়ন পাকিস্তান দলকে কী বলেছিলেন তিনি। কী ভাবে দলের মনোবল বাড়িয়েছিলেন তিনি। এমনই সব অজানা কথা থেকে এবার পর্দা তুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও টি২০ ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটার শোয়েব মালিক।
এক ইন্টারভিউ দিতে গিয়ে শোয়েব মালিক জানান তিনি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ হারার পরে সতীর্থদের কী বলেছিলেন। মালিক বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যেই পেপটক দিয়েছিলাম সেটা ছিল একটু অন্য, আমি তাদের বলেছিলাম, কেউ তোমাদের খেলাতে পারবেনা, কেউ তোমাদের বের করতে পারবেনা। এরমধ্যেই নিজেদের স্কিলের উপর আমরা অনেক পরিশ্রম করছিলাম। আমরা অনেকটা সময় অনুশীলনে কাটাছিলাম, কিন্তু তারপরেও ফল সে মত আসছিলনা। আর সেই বিশেষ দিনে আমাদের রেজাল্ট তো খুব খারাপ ছিল। এরমধ্যে আমি সকলকে এটাই বলেছিলাম যে, বন্ধুরা তোমরা যেটা পার সেটাই কর, সেটাই কর কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে কর। তারমধ্যে আবার ভেবেনা যে শেষে কী ফল আসতে পারে। দেখুন আপনি তখনই চাপে পড়বেন, যখন আপনি ফলের চিন্তা করবেন। যদি আপনি বাবেন যে এটা যদি না করতে পারি তাহলে দলের বাইরে চলে যাব, কিমবা আপনি ভাবতে থাকেন যে এটা যদি না হয় তাহলে কী হবে। তুমি তোমার ভাবনাকে বদলাও, তুমি ভাব যদি এটা হয় তাহলে কী হবে। আর অনুশীলনে তুমি যেই সময়টা দিয়েছিলে সেটাকে মনে রাখ। এক কথায় বলতে আমরা একে অপরকে জাগিয়ে তোলার চেষ্টা করছিলাম, মানে আমাদের ভিতরের যেই মানুষটা থাকে তাকে জাগাতে চাইছিলাম। আর ভগবানের ক্রিপায় সেটা হয়ে গিয়েছিল, সঠিক সময়ে ভিতরের সেই মানুষটা জেগে গিয়েছিল। যারফল আমরা পেয়েছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।