কলকাতা লিগের জন্য এবারে শক্তিশালী দলই গড়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। দীর্ঘ কয়েক বছর ধরেই কলকাতা লিগ খেলাকে কেন্দ্র করে আইএফএর সঙ্গে বিতর্কে জড়িয়েছে মোহনবাগান। কখনও তাঁরা গোটা প্রতিযোগিতায় দল নামায়নি, আবার কখনও খেলবেন জানিয়েও বারবার সূচি পরিবর্তন করতে বলায়, আইএফএ তাঁদের আর খেলাতে পারেনি। গতবার তো মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ নিয়েও আইএফএতে কম জল ঘোলা হয়নি। মোহনবাগানকে নিয়ে বেজায় চিন্তায় থাকে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। অবশ্য শোনা যাচ্ছে এবার চ্যাম্পয়িন হওয়ার জন্যই ভালো দল গড়েছে তাঁরা। এবারেও বাগানের যুব দল খেললেও তাঁদের মধ্যে সাফল্য পাওয়ার রসদ রয়েছে। নতুন কোচকেও দায়িত্ব দেওয়া হয়েছে সাফল্য পাওয়ার জন্য, পরীক্ষিত কোচের ওপরই ভরসা রাখতে চলেছে তাঁরা। দু সপ্তাহ পরই শুরু হয়ে যাচ্ছে তাঁঁদের অনুশীলন।
চলতি মাসের চতুর্থ সপ্তাহেই কলকাতা লিগের জন্য প্রস্তুতিতে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। নতুন কোচ ডেগি কার্ডোজো এবারের দায়িত্ব সামলাবেন সিএফএলে। গত বছরে গোয়ায় কাজ করেছেন এই কোচ, জিতেছেন বন্দোদকর মেমরিয়াল ট্রফি। এবারে বাগান আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, জিতেছিল ডুরান্ড কাপও। আইএসএল ফাইনালেও উঠেছিল। মোহনবাগান মাঠে নামে চ্যাম্পিয়ন হতে, তাই কলকাতা লিগকে আর ছোট চোখে না দেখে বরং চ্যাম্পিয়ন হওয়ার দিকেই লক্ষ্য দিচ্ছে সবুজ মেরুন শিবির।
আরও পড়ুন-নেটে আঙুলে লাগল রোহিতের, অসমান বাউন্সে বিরক্ত বিরাট, ICC-কে অভিযোগ ভারতের- রিপোর্ট
মোহনবাগানের যুব দল থেকে একাধিক ফুটবল সিনিয়র দলের জায়গা করে নিচ্ছে। কয়েক বছর আগে ফার্দিন আলি মোল্লা সুযোগ পেয়েছিলেন বাগানের সিনিয়র দলে। সদ্য সমাপ্ত ফুটবল মরশুমে তো মোহনবাগান দলের মাঝমাঠের বড় অস্ত্র হয়ে উঠেছিলেন অভিষেক সূর্যবংশী, ফলে তাঁর মতো ফুটবলারকে যুব দলকে থেকে পেতে হলে, তাঁদের প্রতিযোগিতামূলক ফুটবল খেলাতে হবে। তাতে দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হবে। এদিকে মোহনবাগানের কলকাতা লিগের দলে গোলরক্ষক কোচের দায়িত্ব পেলেন ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন খেলা অভ্র মণ্ডল, সহকারী কোচ হিসেবে থাকবেন বিশ্বজিৎ ঘোষাল।
আরও পড়ুন-শাহরুখের কাছে IPL জয়টা অতটা গুরুত্বপূর্ণই নয়! ফাঁস নায়ারের, তাহলে কী?
সন্তোষ ট্রফিতে বাংলা দলের গোলরক্ষক রাজা বর্মণকেও দলে নিচ্ছে বাগান। সিনিয়র দলের হয়ে খেলা সুমিত রাঠি, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, অমনদীপ সিংদের এবারের কলকাতা লিগে খেলতে দেখা যাবে। দলের ভারতীয় যুব ব্রিগেড যাতে সব সময় তৈরি থাকে, আপাতত সেই লক্ষ্যেই রয়েছে বাগান টিম ম্যানেজমেন্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।