২২ বছর বয়সী ধীরজ বোম্মাদেভারা সকলেই চমকে দিয়েছেন প্যারিস অলিম্পিক্সে তীরন্দাজিকে ক্রমতালিকা রাউন্ডে। বৃহস্পতিবার তাঁর পারফরমেন্স ছিল তাক লাগানোর মতো। দলগত ইভেন্টে ভারতীয় দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পিছনে তাঁর অবদান ছিল অনেক। শুরুর দিকে সেভাবে ছন্দে না থাকলেও শেষ ল্যাপে এসে হিসেবে ওলট পালট করে দেন অন্ধ্রের এই ছেলে। পরপর পয়েন্ট নিয়ে ধীরজ শেষ করেন ৬৮১ পয়েন্ট। তাঁর দলের বাকি দুই সতীর্থ তরুণদীপ রাই এবং প্রবীণ যাদব রাউন্ড শেষ করে যথাক্রমে ১৪ এবং ৩৯ নম্বর স্থানে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে উঠে আসা ধীরজ নিজের কেরিয়ারে জিতেছেন একাধিক ট্রফি, সেই সাফল্যের পথে এবার অলিম্পিক্সেও হাঁটতে মুখিয়ে গত কয়েক বছর ধরে ধারাবিহকতা দেখানো এই তীরন্দাজ।
আরও পড়ুন-বাজবলের মতো পাকিস্তান ক্রিকেটেও নতুন স্টাইল আনতে চান টেস্ট কোচ জ্যাসন গিলেসপি
ধীরজের বাবা এস কে বোম্মাদেভারা, আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার টেকনিক্যাল অফিসারের কাজ করেন। ধীরজ ২০০৬ সাল থেকে ভোলগা আর্চারি অ্যাকাডেমিতে ভর্তি হন। এরপর চার বছর আর্মি স্পোর্টস ইনস্টিটিউট পুনেতে অনুশীলনের পর ২০২১ সালে ভারতীয় সেনায় যোগ দেন তিনি। বিশ্বের ১৫ নম্বর তীরন্দাজ ধীরজ ব্য়াঙ্ককে খেলে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন। এরপর ২০২৪ তীরন্দাজি বিশ্বকাপে তুরস্কে ব্রোঞ্জ পদকও পান। ২০২৩ সালে এশিয়ান গেমসে যে ভারতীয় তীরন্দাজ দল রৌপ্য পদক পেয়েছিল, সেই দলেরও সদস্য ছিলেন ধীরজ। সেই দলের অতনু দাস এবং তুষার শেলকে ছিলেন, যদিও রিপাবলিক অফ কোরিয়ার বিপক্ষে ফাইনালে হেরে যায় তাঁরা।
আরও পড়ুন-টি২০তে নিজের খেলায় খুশি নন! এখন থেকেই ২৬-র বিশ্বকাপে ফোকাস করছেন শুভমন গিল…
আন্তর্জাতিক ক্ষেত্রে ধীরজের পথ চলা শুরু ২০১৭ সালে। তবে সেই সময় তেমন কোনও সাফল্য পাননি অন্ধ্রের ছেলেটি। ২০২১ সালে বিশ্ব তীরন্দাজি যুব প্রতিযোগিতায় সোনার পদক জেতেন তিনি, সেই থেকেই শুরু তাঁর বর্ণময় যাত্রাপথ। এবার প্যারিস অলিম্পিক্সে এসেও দেশবাসিকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ২২ বছর বয়সী এই ছেলে।
আরও পড়ুন-প্যারিস অলিম্পিক্সে বক্সিংয়ের ড্র! শুরু থেকেই পথ কঠিন নিখাত-লভলিনাদের… বাই পেলেন অমিত!
পুরুষদের বিভাগের আগে ভারতীয় মহিলা দল চতুর্থ স্থানে শেষ করে তীরন্দাজির কোয়ার্টার ফাইনাল রাউন্ডে প্রবেশ করে। ফ্রান্স বনাম নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতের মহিলারা। তীরন্দাজিতে অলিম্পিক্সে ভারতের বড় কোনও সাফল্য নেই। শ্যুটিং, জ্যাভলিনে এতদিন সোনা জিতলেও ব্যক্তিগত ইভেন্টে আর কোনও খেলায় সোনা জেতেনি ভারত। এবার অবশ্য পিভি সিন্ধু ব্যাডমিন্টনে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার। এখন দেখার গতবার তুলনায় পদকের সংখ্যা এবারে বাড়াতে পারে কিনা ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।