ভারতের মাটিতে আসন্ন ওডিআই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। সদ্য জিম্বাবোয়েতে শেষ হওয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পরপর ম্যাচ হেরে ভারতের টিকিট কাটতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের। সেই সঙ্গে হতাশ হয়ে পড়েন ক্যারিবিয়ান সমর্থকরা।
শুধুমাত্র ক্যারিবিয়ান সমর্থকরাই নন, গোটা বিশ্বের কাছে এ যেন এক অবাক হওয়ার মতো বিষয়। একটা সময় যে দেশ বিশ্ব ক্রিকেটকে দাপিয়ে বেড়াত, আজ তারাই আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। অনেক প্রাক্তন ক্রিকেটারই এমন ঘটনায় অবাক হয়েছেন। শুধু তাই নয়, বরং অনেকেই ক্যারিবিয়ান ক্রিকেটার এবং বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ সম্প্রতি দেখা গিয়েছে, ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে অনেক তারকা ক্রিকেটারই ঝামেলায় জড়িয়েছেন। এবং দেশের হয়ে তারা খেলতে চাইছেন না। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তারা খেলছেন। যা মোটেই একটি দেশের ক্রিকেটের জন্য় ভালো বিজ্ঞাপন নয় বলেই জানিয়েছেন অনেক প্রাক্তন ক্রিকেটার।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'মাঝে মাঝে আমি ভাবি, ওয়েস্ট ইন্ডিজ আমার প্রথম সফর ছিল। আমি জানি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ঐতিহ্য কী। বিশ্ব ক্রিকেটকে কত কিংবদন্তির জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের খেলা দেখে অনেকেই বড় হয়েছে। বিশ্ব ক্রিকেটকে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে। ক্লাইভ লয়েড, মার্শাল, ভিভ রিচার্ডস, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিংয়ের মতো ক্রিকেটাররা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে। আমাদের সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট মানে বিশাল ব্যাপার। এত তারকাদের বিরুদ্ধে খেলা। সত্যি সে কথা ভোলার নয়। আলাদা মাত্রা যোগ করে।'
শুধু পুরনো দিনের কথা নয়, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গাভাসকর বলেন, 'এখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা টেস্ট খেলছে অথবা টি-টোয়েন্টি খেলছে। বিশ্বের সব প্লেয়াররা জানে তাদের এক বছরের চুক্তি রয়েছে। ফলে যাই খেলি না কেন টাকা আমি পাব। এটা আগে বন্ধ করা উচিত। বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলা দেখে বোঝাই যায় না তারা দেশের জন্য খেলছে। তবে আমার মতে এই বার্ষিক চুক্তি বন্ধ করে টেস্ট ম্যাচের ফি বাড়ানো হোক। সেই সঙ্গে প্রতিটি ম্যাচের পারফরম্যান্স দেখে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার করা হোক। তাহলে যদি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে।'
এই ক্যারিবিয়ান দল এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। যার মধ্যে প্রথমটিতে হারের মুখ দেখেছে। পাশাপাশি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তারা। স্বাভাবিক ভাবেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারায় হতাশ প্রত্যেকেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।