India vs Australia: গত নয় দশকে টেস্টে দুর্দান্ত সব পারফর্ম্যান্স উপহার দিয়েছে টিম ইন্ডিয়া। তবে আগে কখনও এমন কৃতিত্ব দেখাতে পারেনি ভারত, যেমনটা তারা করে দেখাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে।
বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। ছবি- এপি।
১৯৩২ সাল থেকে ২০২৩ পর্যন্ত ৯১ বছরের ইতিহাসে ভারত টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সব পারফর্ম্যান্স উপহার দিয়েছে। তবে গত নয় দশকে যা কখনও ঘটেনি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে ঠিক তেমনই এক নজির গড়ে টিম ইন্ডিয়া।
টেস্ট ক্রিকেটে বড় রানের দলগত ইনিংস গড়ার মূল মন্ত্রই হল পার্টনারশিপ। আমদাবাদ টেস্টে ঠিক সেটাই করে দেখায় ভারত। প্রথম থেকে ষষ্ঠ উইকেট পর্যন্ত ভারত প্রতিটি জুটিতে অন্তত ৫০ রান যোগ করে। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা।
আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ভারতের পার্টনারশিপ:-১. প্রথম উইকেটের জুটিতে রোহিত ও গিল ৭৪ রান সংগ্রহ করেন।২. দ্বিতীয় উইকেটের জুটিতে গিল ও পূজারা ১১৩ রান যোগ করেন।৩. তৃতীয় উইকেটের জুটিতে গিল ও কোহলি ৫৮ রান যোগ করেন।৪. চতুর্থ উইকেটের জুটিতে কোহলি ও জাদেজা ৬৪ রান যোগ করেন।৫. পঞ্চম উইকেটের জুটিতে কোহলি ও ভরত ৮৪ রান যোগ করেন।৬. ষষ্ঠ উইকেটের জুটিতে কোহলি ও অক্ষর ১৬২ রান যোগ করেন।
শেষ তিনটি পার্টনারশিপ অবশ্য বলার মতো হয়নি। সপ্তম উইকেটের জুটিতে কোহলি-অশ্বিন ২১ বলে ১৩ রান যোগ করেন। অষ্টম উইকেটের জুটিতে কোহলি-উমেশ ৩ বলে ১ রান যোগ করেন। নবম উইকেটের জুটিতে কোহলি-শামি ১৩ বলে ২ রান যোগ করেন। প্রথম ইনিংসের মোট ৭টি পার্টনারশিপে কোহলি যুক্ত ছিলেন। শ্রেয়স আইয়ার ব্যাট করতে না নামায় দশম উইকেটের পার্টনারশিপ দেখা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।