বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে অস্ট্রেলিয়া ও ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে বটে, তবে তারা এখনও টিকিট নিশ্চিত করতে পারেনি। অন্য কোনও দল কেমন খেলবে, তার উপর নির্ভর না করেই ভারতকে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হয়, তবে তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের অন্যত তিনটি ম্যাচ জিততেই হবে। অন্তত ২টি ম্যাচ জিতলেও রোহিত শর্মাদের ফাইনালে যাওয়ার রাস্তা খোলা থাকবে। তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে টিম ইডিয়াকে। স্বাভাবিকভাবেই নাগপুরে সিরিজের প্রথম টেস্টে অজিদের বিধ্বস্ত করতে মরিয়া ভারত।
প্রথম দিনের খেলা শেষ
অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৭৭ রান তোলে। সুতরাং, অস্ট্রেলিয়ার থেকে এখনও ১০০ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে ৯টি উইকেট। সেই নিরিখে প্রথম দিনে ম্যাচের রাশ ভারত নিজেদের হাতে রাখে। রোহিত শর্মা ৫৬ রানে অপরাজিত থাকেন। ৬৯ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। ৫ বল খেলে এখনও খাতা খোলেননি রবিচন্দ্রন অশ্বিন।
লোকেশ রাহুল আউট
২২.৫ ওভারে অভিষেককারী টড মার্ফির বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৭১ বলে ২০ রান করেন তিনি। মারেন ১টি চার। ভারত ৭৬ রানে ১ উইকেট হারায়। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট হাতে মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
হাফ-সেঞ্চুরি রোহিতের
৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ২২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৪ রান। হিটম্যান ৫৫ ও লোকেশ রাহুল ১৮ রানে ব্যাট করছেন।
প্রথম বাউন্ডারি লোকেশ রাহুলের
১৭.৩ ওভারে প্যাট কামিন্সের বলে চার মারেন লোকেশ রাহুল। নিজের ইনিংসের ৫৫তম বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬০ রান। রোহিত ৪৩ ও রাহুল ১৬ রান করেছেন।
৫০ টপকাল ভারত
১৬তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৫৫ রান। রোহিত ৫১ বলে ৪২ রান করেছেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৫২ বলে ১২ রান করেছেন লোকেশ রাহুল।
জমাট জুটি রোহিত-রাহুলের
১০ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ৩২ বলে ৩১ রান করেছেন রোহিত শর্মা। তিনি ৬টি চার মেরছেন। ২৮ বলে ৪ রান করেছেন লোকেশ রাহুল।
আগ্রাসী শুরু ভারতের
৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৬ রান। ২২ বল খেলে ২৬ রানই করেছেন রোহিত শর্মা। তিনি ৫টি চার মারেন। ৮ বল খেলে এখনও খাতা খুলতে পারেননি লোকেশ রাহুল।
প্রথম ওভারেই তিনটি বাউন্ডারি রোহিতের
লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন প্যাট কামিন্স। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন রোহিত। চতুর্থ বলে ফের চার মারেন হিটম্যান। পঞ্চম বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে ১৩ রান ওঠে।
প্রথম ইনিংসে অল-আউট অস্ট্রেলিয়া
৬৩.৫ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্কট বোল্যান্ড। ৮ বলে ১ রান করেন তিনি। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৭৭ রানে অল-আউট হয়ে যায়। অশ্বিন ১৫.৫ ওভারে ৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন।
৫ উইকেট জাদেজার
কাম ব্যাক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ৬২.৩ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পিটার হ্যান্ডসকম্ব। ৮৪ বলে ৩১ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ১৭৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট বোল্য়ান্ড। জাদেজা ২২ ওভার বল করে ৮টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন।
একা দায়িত্ব নেওয়ার চেষ্টা হ্যান্ডসকম্বের
চায়ের বিরতির পরে পিটার হ্যান্ডসকম্ব নিজের কাছে স্ট্রাইক রাখার চেষ্টা করছেন। ন্যাথন লিয়ঁকে আড়াল করতে চাইছেন তিনি। ৬২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেটে ১৭৬ রান।
চায়ের বিরতি
প্রথম দিনের চায়ের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলেছে। তারা সাকুল্যে ৬০ ওভার ব্যাট করেছে। ৬৯ বলে ২৯ রান করেছেন পিটার হ্যান্ডসকম্ব। তিনি ৪টি চার মেরেছেন। শূন্য রানে নট-আউট থাকেন ন্যাথন লিয়। জাদেজা ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪১ রানে ২ উইকেট নিয়েছেন অশ্বিন।
মার্ফিকে ফেরালেন জাদেজা
৫৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টড মার্ফি। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৭৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাথন লিয়ঁ।
কামিন্সকে ফেরালেন অশ্বিন
৫৭.৩ ওভারে অশ্বিনের বলে স্লিপে কোহলির হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ১৪ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৭২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টড মার্ফি।
সুযোগ হাতছাড়া ভারতের
৫৪.৬ ওভারে জাদেজার বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন পিটার হ্যান্ডসকম্ব। তবে কিপার ভরত ও স্লিপ ফিল্ডার কোহলির কেউই বল ধরতে পারেননি। বল চলে যায় থার্ডম্যান বাউন্ডারিতে। ৫৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭২ রান।
ক্য়ারিকে ফিরিয়ে মাইলস্টোন অশ্বিনের
৫৩.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। ৩৩ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া ১৬২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স। টেস্টে অশ্বিনের এটি ৪৫০তম উইকেট। তিনি তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোনে পৌঁছন। ১৬৭তম ইনিংসে অশ্বিন ৪৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন। মুরলিধরন ১৩২ ও কুম্বলে ১৬৫ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন।
১৫০ টপকাল অস্ট্রেলিয়া
৫২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। ৫৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৬২ রান। অ্যালেক্স ক্যারি ৩২ বলে ৩৬ রান করেছেন। ৫০ বলে ২৩ রান করেছেন হ্যান্ডসকম্ব।
৫০ ওভারের খেলা শেষ
৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৪ রান।পিটার হ্যান্ডসকম্ব ৪২ বলে ২০ রান করেছেন। ২২ বলে ২১ রান করেছেন অ্যালেক্স ক্যারি।
লড়ছেন হ্যান্ডসকম্ব
৪৬ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১২৯ রান। পিটার হ্যান্ডসকম্ব ৩৩ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। অ্যালেক্স ক্যারি ৭ বলে ১০ রান করেছেন। তিনি ২টি চার মেরেছেন।
স্মিথকে ফেরালেন জাদেজা
৪১.৬ ওভারে জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১০৭ বলে ৩৭ রান করেন স্মিথ। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া ১০৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
৪১তম ওভারে অক্ষর প্যাটেলের বলে ৩টি চার মারেন স্টিভ স্মিথ। ৪১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১০৫ রান। স্মিথ ১০২ বলে ৩৭ রান করেছেন। তিনি ৭টি চার মেরেছেন। হ্যান্ডসকম্ব ৮ রানে ব্যাট করছেন।
রেনশকে ফেরালেন জাদেজা
পরপর ২ বলে ২টি উইকেট নেন জাদেজা। ৩৫.৬ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা ম্যাট রেনশ। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স কলে আউট হতে হয় ম্যাটকে। তিনি গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়া ৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব। জাদেজা পরের ওভারের প্রথম বলে উইকেট নিলেই হ্যাটট্রিক পূর্ণ করতেন। যদিও সেই কৃতিত্ব অর্জন করতে পারেননি রবীন্দ্র।
জাদেজার বলে ল্যাবুশানকে স্টাম্প করলেন ভরত
লাঞ্চের পরেই ভারতকে সাফল্য এনে দিলেন জাদেজা। যদিও একা জাদেজা নন, এক্ষেত্রে উইকেটকিপার কেএস ভরতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩৫.৫ ওভারে জাদেজার বলে মার্নাস ল্যাবুশানকে দুর্দান্ত স্টাম্প-আউট করেন ভরত। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন মার্নাস। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ১২৩ বলে ৪৯ রান করেন। অস্ট্রেলিয়া ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ম্যাট রেনশ।
লাঞ্চের বিরতি
প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে। তারা ম্যাচের প্রথম সেশনে সাকুল্যে ৩২ ওভার ব্যাট করে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মার্নাস ল্যাবুশান। তিনি ১১০ বলে ৪৭ রান করেনছেন। মেরেছেন ৮টি চার। স্টিভ স্মিথ ৭৪ বলে ১৯ রান করেছেন। মেরেছেন ৩টি চার।
লড়াকু ব্যাটিং মার্নাসের
মার্নাস ল্যাবুশান ধীরে সুস্থে হাফ-সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। ২৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৬৬ রান। মার্নাস ৭টি বাউন্ডারির সাহায্যে ৯৯ বলে ৩৯ রান করেছেন। স্মিথ ব্যাট করছেন ১৭ রানে।
৫০ ছুঁল অস্ট্রেলিয়া
২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ২২ ওভার শেষে অজিদের স্কোর ২ উইকেটে ৫০ রান। ল্যাবুশান ৩০ রানে ব্যাট করছেন। স্মিথ ব্যাট করছেন ব্যক্তিগত ১০ রানে।
স্মিথের ক্যাচ ছাড়লেন কোহলি
১৫.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। স্মিথ তখন ব্যক্তিগত ৬ রানে ব্যাট করছিলেন। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৪৪ রান। ল্যাবুশান ২৪ ও স্মিথ ১০ রানে ব্যাট করছেন।
উভয় প্রান্ত দিয়েই স্পিন আক্রমণ ভারতের
ম্যাচের প্রথম ঘণ্টাতেই উভয় প্রান্ত দিয়ে স্পিন আক্রমণ নিয়ে আসে ভারত। একপ্রান্ত দিয়ে জাদেজা ও অন্য প্রান্ত দিয়ে অক্ষর প্যাটেলকে বোলিংয়ে নিয়ে আসেন রোহিত। যদিও জাদেজাকে প্রথম স্পেলে মাত্র ১ ওভার বল করায় ভারত। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২৭ রান।
পরিস্থিতি সামলাচ্ছেন স্মিথ-ল্যাবুশান
৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২৫ রান। স্টিভ স্মিথ ১২ বলে ৬ রান করেছেন। ১৬ বলে ১৩ রান করেছেন মার্নাস। স্মিথ ১টি ও ল্যাবুশান ৩টি বাউন্ডারি মেরেছেন।
ওয়ার্নারকে ফেরালেন শামি
২.১ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। ৫ বলে ১ রান করেন ডেভিড। অস্ট্রেলিয়া ২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৬ রান।
নিজের প্রথম বলেই খোয়াজাকে ফেরালেন সিরাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। তিনি নিজের প্রথম বলেই উসমান খোয়াজার উইকেট তুলে নেন। ১.১ ওভারে সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন উসমান। তিনি ৩ বলে ১ রান করেন। অস্ট্রেলিয়া ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।
প্রথম টেস্টের লড়াই শুরু
উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। বোলিং শুরু করেন মহম্মদ শামি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ওয়ার্নার। চতুর্থ বলে ১ রান নেন খোয়াজা। প্রথম ওভারে ২ রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজ, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (ক্যাপ্টেন), ন্যাথন লিয়ঁ, টড মার্ফি ও স্কট বোল্যান্ড।
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
টস হারল ভারত
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টস হারল ভারত। টস জিতে অজি দলনায়ক প্যাট কামিন্স শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নাগপুরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।
টেস্ট অভিষেক দুই ভারতীয় তারকার
নাগপুরে টেস্ট ক্যাপ হাতে পেলেন দুই ভারতীয় তারকা সূর্যকুমার যাদব ও কেএস ভরত। সুতরাং একসঙ্গে দুই ক্রিকেটারের টেস্ট অভিষেক হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে।
অস্ট্রেলিয়া শেষবার কবে ভারতে টেস্ট সিরিজ জেতে?
প্রায় দু'দশক ভারতে কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। তারা শেষবার এদেশে টেস্ট সিরিজ জেতে ২০০৪ সালে। সেবার ভারতকে ৪ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
রেকর্ডের সামনে অক্ষর
অক্ষর প্যাটেল এখনও পর্যন্ত ৮ টেস্টে ৪৭টি উইকেট নিয়েছেন। তিনি যদি নাগপুর টেস্টে মাঠে নেমে ৩টি উইকেট নিতে পারেন, তবে অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে (৯টি টেস্টে) দ্রুততম ভারতীয় হিসেবে ৫০টি টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন।
ফাইনালে যেতে কী করতে হবে অস্ট্রেলিয়াকে?
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কার্যত নিশ্চিত অস্ট্রেলিয়ার। একমাত্র তখনই অজিরা ফাইনালের টিকিট হাতছাড়া করতে পারে, যদি তারা ভারতের কাছে সিরিজের চারটি টেস্টই হারে এবং শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সুতরাং ভারতের বিরুদ্ধে ৪টি টেস্টের অন্তত ১টি ম্যাচ ড্র করলেই অন্য কোনও দলের দিকে না তাকিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে। অবশ্য় পেনাল্টি হিসেবে তাদের কোনও পয়েন্ট কাটা গেলে চলবে না। অস্ট্রেলিয়া চারটি টেস্ট হেরেও ফাইনালে যেতে পারে, যদি শ্রীলঙ্কা অন্তত ১টি টেস্ট হারে বা ড্র করে।
ফাইনালে যেতে কী করতে হবে ভারতকে?
কোনও রকম অঙ্কের উপর নির্ভর না করে সরাসরি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজের অন্তত ৩টি ম্যাচ জিততে হবে। ভারত যদি সিরিজ ২-২ ড্র করে এবং শ্রীলঙ্কা যদি ২-০ ব্যবধানি হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে, তবে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কা যদি ১টি ম্যাচ হারে, তবে ভারত ১২ পয়েন্টের বেশি সংগ্রহ করলেই শ্রীলঙ্কার থেকে এগিয়ে থাকবে। নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কা ২টি টেস্ট হারলে তুলনায় রাস্তা সাফ রোহিত শর্মাদের।ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। ভারত যদি ৪ টেস্টের সিরিজ থেকে অন্তত ২১ পয়েন্ট তুলতে না পারে এবং দক্ষিণ আফ্রিকা যদি ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তবে লিগ টেবিলে প্রোটিয়াদের পিছনে চলে যাবে টিম ইন্ডিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।