U19 Women's WC: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মিতালি-ঝুলনদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা, ভবিষ্যতের তারাদের হদিশ পেল ভারত
Updated: 29 Jan 2023, 10:44 PM IST Abhisake Koley 29 Jan 2023 ICC Women's U19 T20 World Cup, U19 T20 World Cup Final, U19 T20 World Cup Champion, IND vs ENG, India vs England, Team India, Women's Cricket, India Women's, অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ, বাংলা খেলার খবর, Shafali Verma, Shweta SehrawatICC Women's U19 World Cup Champion India: ভারতীয় ক্রিকেটে মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের অবদান কতটা, আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবে বিশ্বকাপের ট্রফি অধরা থাকে তাঁদের। দেশকে বিশ্বকাপ জেতাতে না পারার আক্ষেপ নিয়েই খেলা ছাড়তে হয় মিতালিদের। অবশেষে তাঁদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা।
সন্দেহ নেই মেয়েদের আইপিএলে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যেতে পারে। ফ্র্যাঞ্চাইজিদের নজর থাকবে গঙ্গাদি তৃষা (১১৬ রান), সৌমিয়া তিওয়ারির (৮৪ রান) মতো ব্যাটারদের দিকে। ছবি- বিসিসিআই টুইটার।
পরবর্তী ফটো গ্যালারি