বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: স্পিনের বিরুদ্ধে আক্রমণই কৌশল ছিল- জয়ের রহস্য ফাঁস করে মেয়ার্স, উডকে প্রশংসায় ভরালেন LSG অধিনায়ক
পরবর্তী খবর
IPL 2023: স্পিনের বিরুদ্ধে আক্রমণই কৌশল ছিল- জয়ের রহস্য ফাঁস করে মেয়ার্স, উডকে প্রশংসায় ভরালেন LSG অধিনায়ক
1 মিনিটে পড়ুন Updated: 02 Apr 2023, 08:12 AM ISTTania Roy
শনিবার টস হেরে ব্যাট করতে নেমে এলএসজি ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে দিল্লি ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে পারে। যার নিট ফল, কেএল রাহুলের দল ৫০ রানে ম্যাচ পকেটে পুড়ে ফেলে।
কেএল রাহুল।
১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস একটি দুর্দান্ত জয় পেয়েছে। দিল্লির বিরুদ্ধে ম্যাচে লখনউ বেশ ভালো পারফরম্যান্স করেছে। বিশেষ করে ফাস্ট বোলার মার্ক উডের ধারালো বোলিংয়ে একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে দিল্লির ব্যাটিং লাইনআপ। তিনি দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ২০২৩ আইপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেটে হলে প্রবেশ করেন মার্ক উড। মূলত মার্ক উডের বোলিংয়ের হাত ধরেই বড় জয় ছিনিয়ে নেয় লখনউ। এর পরেও ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব মার্ক উডকে দেননি এলএসজি অধিনায়ক কেএল রাহুল। বরং কাইল মেয়ার্সের প্রশংসায় তিনি পঞ্চমুখ হন।
মেয়ার্স ওপেন করতে নেমে ৩৮ বলে ৭৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। ম্যাচের শেষে কেএল রাহুল বলেন, যে কাইল মেয়ার্সের ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।মেয়ার্সের প্রশংসা করে রাহুল বলেন, ‘এটি একটি দুর্দান্ত শুরু। আমরা পিচ সম্পর্কে কিছুই জানতাম না। তবে এ ভাবে শুরু করার একটি ভালো উপায়। এই জয় আমাদের আরও আত্মবিশ্বাস জোগাবে। টস আমাদের হাতে নেই। নতুন নিয়ম অনুযায়ী, আমরা আমাদের প্রিয় একাদশের সঙ্গে খেলতে পারব। বোলিং ও ব্যাটিংয়ে অনেক গভীরতা ছিল। আমি ভেবেছিলাম আমরা ৩০ রান অতিরিক্ত করেছি। কাইল (মেয়ার্স) যে ভাবে ব্যাটিং করেছে তা প্রশংসনীয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।