আসন্ন আইপিএল মরশুমের আগে ধুমধাম করে বেঙ্গালুরুতে দুইদিনব্যাপী মেগা নিলাম শেষ হয়েছে। নিলাম শেষে খাতায় কলমে অন্তত সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে দিল্লি ক্যাপিটালসকে ধরতেই হবে। শেষ কয়েক বছর ধরে দিল্লি একাধিক ভারতীয় ক্রিকেটারকে সামনে এগিয়ে দিয়ে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে। এ বছরেও তেমনটাই হতে চলেছে।
গত মরশুম অব্দি যেখানে ভারতীয় ব্যাটারদের আধিক্য ছিল দিল্লি দলে, এ বছর সেখানে তুখর ভারতীয় বোলিং লাইন আপ গড়েছে রাজধানীর ফ্রাঞ্চাইজি। চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটিদের মতো তরুণ প্রতিভা যেমন রয়েছে, তেমনই দিল্লি দলে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, শার্দুল ঠাকুরদের মতো অভিজ্ঞ তারকারাও। অক্ষর প্যাটেলকে নিলামের আগেই রিটেন করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ম্যানেজমেন্ট। আসন্ন মরশুমে যে দিল্লি ভারতীয় বোলারদের বেশি করে সুযোগ দেবে, সেকথা আগেভাগেই জানিয়ে দিলেন দলের সহকারী কোচ প্রবীণ আমরে।
তিনি বলেন, ‘আমি নিলামে যে ধরনের ক্রিকেটার কিনেছি, তাতে বেশ সন্তুষ্ট। আমাদের দলে বেশ কয়েকজন ভাল ভারতীয় ফাস্ট বোলার রয়েছে। ভারতীয় ফাস্ট বোলারদের সুযোগ দেওয়া এবং তাদের এগিয়ে আনাটাই আমাদের লক্ষ্য। কারণ আনরিখ নরকিয়া আমাদের দলে রয়েছে। ও থাকায় বিভিন্ন ধরনের বোলিং কম্বিনেশন আমরা তৈরি করতে পারব। চেতন সাকারিয়া, খালিল আহমেদদের মতো বাঁ-হাতি বোলাররা আমাদের সেই বিকল্প প্রদান করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।