মে মাসেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ডের সফরে যাবে। সেই সিরিজেই আইরিশ দলে সুযোগ পেয়েছেন জস লিটল। ফলে আইপিএল-এর মাঝপথেই গুজরাটকে সাময়িকভাবে ছেড়ে যেতে হবে তাঁকে। ওই সময়ে তিনটি ম্যাচে তাঁকে খেলাতে পারবে না গুজরাট। যা কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে।
দেশে ফিরছেন জোশুয়া লিটল, তিন ম্যাচে পাবে না গুজরাট টাইটানস (ছবি-টুইটার)
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে এখনও ধারাবাহিক ভালো পারফরম্যান্স করে উঠতে পারেনি গতবারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস। আর এর মাঝেই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়ল তাদের আইরিশ পেসার জস লিটলকে নিয়ে। মে মাসেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ডের সফরে যাবে। সেই সিরিজেই আইরিশ দলে সুযোগ পেয়েছেন জস লিটল। ফলে আইপিএল-এর মাঝপথেই গুজরাটকে সাময়িকভাবে ছেড়ে যেতে হবে তাঁকে। ওই সময়ে তিনটি ম্যাচে তাঁকে খেলাতে পারবে না গুজরাট। যা কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে।
চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। আইরিশদের কাছে এই সিরিজ মরণ বাঁচনের সিরিজ। এই সিরিজে ৩-০ ফলে জিততেই হবে আয়ারল্যান্ডকে। না হলে তারা বছরের শেষে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে না। আর যদি তারা এই সিরিজ ৩-০ ফলে জিতে যায় তবে দক্ষিণ আফ্রিকাকে কোয়ালিফায়ার খেলে আসতে হবে মূলপর্বে। ফলে এই সিরিজের গুরুত্বের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। আর সেই দলেই ডাকা হয়েছে জস লিটলকে। এই মাসেই প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার নজির গড়েন জস লিটল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।