সিএসকে সিইও কাশী বিশ্বনাথনকে উদ্ধৃত করে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে মহেন্দ্র সিং ধোনি পরের বছরও আইপিএল খেলবেন। তাই আমরা আশা করছি ভক্তরা বরাবরের মতো আমাদের সমর্থন করবেন।’ অর্থাৎ মনে করা হচ্ছে ২০২৪ সালেও ধোনিকে আইপিএল খেলতে দেখা যেতে পারে।
কলকাতার বিরুদ্ধে ম্যাচের পরে চিপকে মহেন্দ্র সিং ধোনি (ছবি-টুইটার)
আইপিএল থেকে কি অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি? এই সময়ে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। একদিন আগে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর, দলের হোম গ্রাউন্ড চিপকে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে মাঠের বাউন্ডারি লাইন ধরে দর্শকদের সামনে হাঁটলেন তিনি। অটোগ্রাফ করা টি-শার্ট, বলসহ অনেক কিছুই স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বিতরণ করলেন। এই ভাবে বহু ভক্তের মন জিতলেন তিনি। এই মরশুমে চেন্নাই সুপার কিংসের এটাই শেষ হোম ম্যাচ তাই এই খেলার শেষে অনেকের মুখে হাসি ফোটালেন মাহি, তবে এই ছবি দেখে অনেকেই হতাশ হয়েছেন। কারণ অনেকেই মনে করেন হয়তো চিপকে CSK জার্সি গায়ে মাহিকে এটাই শেষবার খেলতে দেখা গেল। অনেকে মনে করেন, আর হয়তো ধোনিকে চিপকে হলুদ জার্সি পরে IPL খেলতে দেখা যাবে না।
ম্যাচের পর ধোনি যেভাবে মাঠে ঘুরেছেন তাতে মনে হচ্ছিল এটাই যেন চিপকে মাহির শেষ আইপিএল এবং তিনি অবসরের ঘোষণা করে দিতে পারেন। কিন্তু, ধোনি প্রায়ই তাঁর সিদ্ধান্তে চমকে দেন। তাই এই মুহূর্তে কিছু বলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনও এমন কিছু বলেছেন যা ধোনির অবসরের প্রশ্নটিকে আরও জটিল করে তুলেছে। টাইমস নাউ সিএসকে সিইও কাশী বিশ্বনাথনকে উদ্ধৃত করে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে মহেন্দ্র সিং ধোনি পরের বছরও আইপিএল খেলবেন। তাই আমরা আশা করছি ভক্তরা বরাবরের মতো আমাদের সমর্থন করবেন।’ অর্থাৎ মনে করা হচ্ছে ২০২৪ সালেও ধোনিকে আইপিএল খেলতে দেখা যেতে পারে।
মহেন্দ্র সিং ধোনির আরেকটি আইপিএল মরশুমের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে তাঁর ফিটনেস। হাঁটুতে চোট রয়েছে মহেন্দ্র সিং ধোনির। এই কারণে ব্যাটিং অর্ডারেও অনেকটা নামছেন তিনি। এমনকি কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের পরে, যখন ধোনির নেতৃত্বে পুরো চেন্নাই দল ভক্তদের ধন্যবাদ জানাচ্ছিল, তখন ধোনির হাঁটুতে বরফের প্যাক ছিল।
ধোনির অবসর না নেওয়ার একটি কারণ হতে পারে যে এখন পর্যন্ত বোঝা যায়নি তার পরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে হবেন? এই মরশুমেও তাঁর নেতৃত্বে দলটি প্লে অফ থেকে এক ধাপ দূরে রয়েছে। তার মানে তাঁর অধিনায়কত্ব হিট। নিলামে চেন্নাই যখন বেন স্টোকসকে কিনেছিল, তখন মনে করা হয়েছিল যে তিনিই হবেন দলের পরবর্তী অধিনায়ক। কিন্তু, স্টোকসও বারবার চোট পেয়েছেন এবং তিনি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ফলে এমন আবহে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন এমনটা বলে রাখলেন। মনে করা হচ্ছে ধোনির অবর্তমানে যদি দলের ফ্যান ফলোইং কমে যায় তাই এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের এমন কথায় ধোনি ফ্যানদের মধ্যে খুশির হাওয়া দিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।