চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যত নিয়ে বড় মন্তব্য করলেন মাহির প্রাক্ত সতীর্থ তথা ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। আইপিএল ২০২৩ শুরু হওয়ার আগে, বলা হচ্ছিল যে এটি সিএসকে-এর খেলোয়াড় হিসাবে মাহির শেষ আইপিএল মরশুম হতে পারে। কিন্তু এবার ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম চালু হওয়ার সঙ্গে সঙ্গে ধোনি তাঁর অবসরের পরিকল্পনা পরিবর্তন করে পরের আসরে যোগ দিতে পারেন বলে আলোচনা চলছে। মনে করা হচ্ছে মাহিকে পরের মরশুমেও হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে।
CSK-এর বোলিং কোচ আরও বলেছেন যে প্রভাবশালী খেলোয়াড় বা ইম্প্য়াক্ট প্লেয়ারের নিয়মের কারণে মহেন্দ্র সিং ধোনি পরের মরশুমে ১০০ শতাংশ খেলতে পারেন। তবে এ বিষয়ে সেহওয়াগের মতামত ভিন্ন। তিনি বলেছেন যে প্রভাবশালী খেলোয়াড়ের এই নিয়ম ধোনির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর পিছনে কারণও জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার।
আরও পড়ুন… সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ভবিষ্যতের অধিনায়ককে খুঁজে নিলেন মাইকেল ভন
বীরেন্দ্র সেহওয়াগ ক্রিকবাজকে বলেছেন, ‘আপনি যদি ফিট থাকেন তাহলে (৪০ বছর বয়সে ক্রিকেট খেলা) কঠিন নয়। এমএস ধোনি এই বছর খুব একটা ব্যাটিং করেননি। তিনি তাঁর হাঁটুর চোট বাড়াতে চান না। প্রায়ই শেষ দুই ওভারে ব্যাট করতে আসতেন তিনি। আমি যদি তাঁর মোট বল গণনা করি, আমি মনে করি সে অবশ্যই এই মরশুমে ৪০-৫০ বলের মোকাবেলা করেছেন।’
আরও পড়ুন… EPL: শেষ ম্যাচে হারল ম্যান সিটি, জিতেও অবনমন বাঁচাতে পারল না ২০১৫-১৬ চ্যাম্পিয়ন লেস্টার সিটি
সেহওয়াগ বিশ্বাস করেন যে সিএসকেকে অধিনায়ক হিসেবে ধোনির বেশি প্রয়োজন। যদি তিনি অধিনায়কত্ব করেন তাহলে তাঁকে অবশ্যই ২০ ওভার মাঠে থাকতে হবে। এবং ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মে, হয় ব্যাটসম্যান ফিল্ড করেন না বা বোলার ব্যাট করেন না। এমন পরিস্থিতিতে ধোনির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে মনে করেন বীরেন্দ্র সেহওয়াগ।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- http://betvisa96.com/sports/ipl)
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আরও বলেছিলেন, ‘এমএস ধোনির ক্ষেত্রে ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম প্রযোজ্য নয় কারণ তিনি কেবল অধিনায়কত্বের জন্য খেলছেন। অধিনায়কত্বের জন্য তাঁকে মাঠে নামতে হবে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম এমন একজনের জন্য যিনি ফিল্ড করেন না কিন্তু ব্যাট করেন, অথবা এমন বোলার যার ব্যাট করার প্রয়োজন হয় না। ধোনিকে ২০ ওভার ফিল্ড করতে হবে, যদি তিনি অধিনায়ক না হন তবে তিনি প্রভাবশালী খেলোয়াড় হিসাবেও খেলবেন না। তারপর, আপনি তাঁকে একজন মেন্টর বা কোচ বা ক্রিকেটের পরিচালক হিসাবে দেখতে পাবেন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।