পরপর দুই টেস্টে হেরে বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে সিরিজ জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে ভারত। আর একটি ম্যাচ জিতলেই সিরিজ পকেটে তুলবে তারা। যদিও শেষ দুই ম্যাচে যদি ড্রও করে টিম ইন্ডিয়া সেক্ষেত্রেও ট্রফির পাশে রোহিত শর্মারই নাম থাকবে। সিরিজ জয়ের আর কোনও সম্ভাবনাই নেই অজিদের সামনে।
ভারতের বিরুদ্ধে পরপর দুই টেস্ট হারের পর প্যাট কামিন্সের অধিনায়কত্ব নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা। ঠিক তেমনই অজি টিম ম্যানেজেমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এক সাক্ষাৎকারে অজি টিম ম্যানেজেমেন্টের তুলোধনা করেছেন এই কিংবদন্তি। প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, 'অ্যাস্টন এগরকে দলে না নেওয়া সত্যি বড় ভুল। আমি জানি না কেন ওকে দলে নেওয়া হল না এতবড় একটা গুরুত্বপূর্ণ সিরিজে। এটা ওর জন্য খুব অপমানের। টিম ম্যানেজেমন্ট এবং নির্বাচকদের এমন সিদ্ধান্তে আমি সত্যি খুব অবাক হয়েছি। ওকে যদি নেওয়া হত তাহলে এমনটা হয়ত নাও ঘটতে পারত।'
এখানেই থেমে থাকেননি প্রাক্তন এই অজি তারকা। গিলক্রিস্ট আরও বলেন, 'আমি শেষ দুই ম্যাচ দেখেছি, অজি ক্রিকেটারদের জেতার খিদে ছিল না। ভারতের বিরুদ্ধে লড়াই দিতে একেবারেই পারেনি তারা। শুধু দিল্লি ম্যাচে সামান্য লড়াই করেছে। কিন্তু নাগপুরে একেবারেই লড়াই দিতে পারেনি আমাদের দলের ক্রিকেটাররা। স্বাভাবিক ভাবেই এই হার নিজেদের ভুলেই হয়েছে।'
গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ বছর পর অজি টেস্ট দলে কামব্যাক করেন অ্যাস্টন। স্বাভাবিক ভাবেই অনেকই ভেবেছিলেন এই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে দেখা যাবে তাঁকে। কিন্তু প্রথম দুই ম্যাচে অজি টিম ম্যানেজেমন্ট নামানোর প্রয়োজনই মনে করল না। এই প্রসঙ্গে গিলক্রিস্ট বলেন, 'আমি জানি না কেন অ্যাস্টনকে নামানো হল না। প্রথম ম্যাচ যখন হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। তখন আমি ভেবেছিলাম দ্বিতীয় ম্যাচে নামাবে। কিন্তু না তা হল না। ওকে দলে রাখা হল না। ফলে আমি বেশ অবাক হই। এমনটা হবে ভাবতেও পারিনি। যারা এই দলে খেলছে, কোনও ক্রিকেটারকেই আমি ছোট করছি না। তবে আমার মতে অ্যাস্টনকে না খেলানোটা অন্যায় হয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।