প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ প্রথম স্বর্ণপদক জিতেছে চিন। চিনের শ্যুটার শেং লিহাও এবং হুয়াং ইউটিং ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কেউম জি-হাইওন এবং পার্ক হা-জুন ১৬-১২ কে পরাজিত করে স্বর্ণপদক জিতেছে। ইভেন্টে কাজাখস্তান ব্রোঞ্জ পদক জিতেছে, আর জার্মানি চতুর্থ স্থানে রয়েছে। ভারতীয় শুটার রমিতা ও অর্জুন বাবুতা ষষ্ঠ স্থানে রয়েছেন।
ফলে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের প্রথম সোনার পদক চিনের খাতায় চলে গেছে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের স্বর্ণপদক ম্যাচে চিন দক্ষিণ কোরিয়াকে ১৬-১২ ব্যবধানে হারিয়েছে। হুয়াং ইউটিং এবং শেং লিহাও এই স্বর্ণপদক জিতেছেন। ইউটিং এর বয়স ১৯ বছর এবং শেন এর বয়স মাত্র ১৭ বছর। কোয়ালিফিকেশন রাউন্ডেও শীর্ষে ছিল চিনের এই জুটি। এই আসরের বিশ্ব চ্যাম্পিয়নও এই জুটি। দক্ষিণ কোরিয়ার কেউম জিহিয়েওন এবং হাজুন পার্ক রুপোর পদ জিতেছে।
আরও পড়ুন… TNPL-এ সুযোগ না পেয়েই কি ফ্লাইওভার থেকে ঝাঁপ! ক্রিকেটারের মৃত্যুতে আত্মহত্যার গন্ধ, তদন্তে পুলিশ
ইউটিং এর দ্বিতীয় অলিম্পিক পদক
অলিম্পিক্সেক এটি হুয়াং ইউয়েটিং-এর দ্বিতীয় পদক। ১৬ বছর বয়সে, তিনি প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপোর পদক জিতেছিলেন। ১৭ বছর বয়সে, শেং লিহাও প্রায় সমস্ত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণপদক রয়েছে তার। এছাড়া গত বছর এশিয়ান গেমসেও তিনটি স্বর্ণপদক জিতেছিলেন তিনি।
আরও পড়ুন… SL vs IND: কুম্বলের মতো লেগ স্পিন করছেন হার্দিক! গম্ভীর আসতেই কি দলে বদলে গেল পান্ডিয়ার ভূমিকা?
বিজয়ী সিদ্ধান্ত কিভাবে হয়?
বাছাইপর্বের শীর্ষ-২ র্যাঙ্কড জুটির মধ্যে শিরোপা খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতি রাউন্ডের বিজয়ী দুই পয়েন্ট পাবে। প্রতিটি দলের একজন শুটার একবার গুলি করে। এর পরে উভয় পয়েন্ট সংযুক্ত হয়। বেশি পয়েন্ট পাওয়া দলকে দেওয়া হয় ২ পয়েন্ট। যে দলগুলো প্রথম রাউন্ডের প্রথম ১৬-র মধ্যে থাকে তারাই পরের রাউন্ডে ওঠে। প্রথম রাউন্ডে জিতে ছিল দক্ষিণ কোরিয়ার জুটি। এর পর পরপর তিন রাউন্ডে জিতে সোনা জেতে চিন।
আরও পড়ুন… Champions Trophy 2025-তে ভারতকে খেলানো নিয়ে PCB-র বড় চাল! বল এখন BCCI ও ICC-র কোর্টে
ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান
ব্রোঞ্জ পদক জিতেছেন কাজাখস্তানের জুটি আলেকজান্দ্রা লে ও ইসলাম সাতপায়েভ। ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানির চ্যালেঞ্জের মুখে পড়েন এই জুটি। আলেকজান্দ্রা লে এবং ইসলাম সাতপায়েভ এই ম্যাচে ৬৩০.৮ স্কোর নিয়ে যোগ্যতা অর্জন করেছিলেন। ব্রোঞ্জ পদকের ম্যাচটি ছিল একতরফা। আনা জ্যানসেন এবং ম্যাক্সিমিলিয়ান উলব্রিখটের জার্মান জুটি ১৭-৫-এ হারে। এভাবে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের তিনটি পদকই গেল এশিয়ার দেশটির হাতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।