Updated: 05 Apr 2020, 09:35 AM IST
HT Bangla Correspondent
করোনার জেরে বয়স্ক মানুষদের মৃত্যুর সম্ভাবনা বেশি, ... more
করোনার জেরে বয়স্ক মানুষদের মৃত্যুর সম্ভাবনা বেশি, সেটি তো সবাই জানে। কিন্তু এবার একটি নতুন সমীক্ষায় উঠে এল, এখনও পর্যন্ত বহু দেশে এই ভাইরাসে যারা মারা গিয়েছেন, তাদের সংখ্যাগরিষ্ঠ পুরুষ। চিনে, ৬৪ শতাংশ মৃৃত ছিল পুরুষ। একই ট্রেন্ড দেখা যাচ্ছে ইতালি, স্পেন, দক্ষিণ কোরিয়া,জার্মানিতে যেখানে অনেকের করোনায় মৃত্যু হয়েছে। তবে ভারতে এখনও সেভাবে ছড়ায়নি করোনা। তাই এই বিশ্বজনীন ট্রেন্ড ভারতেও দেখা যাবে কিনা সেটা দেখার। পুরুষদের মধ্য সিগারেট খাওয়ার বেশি প্রচলন ও হার্টের অসুখ বেশি হওয়ার সঙ্গে করোনায় অধিক মারা যাওয়ার যোগ আছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছে। তাদের মতে স্মোকারদের লাংস একেবারেই খারাপ হওয়ায় সহজেই ইনফেকশন হয়ে যেতে পারে। এরফলে করোনার বিরুদ্ধে যুঝতে তারা পারেনি।