Updated: 13 Apr 2021, 03:38 PM IST
লেখক Ayan Das
গান্ধী মূর্তির নীচে হুইলচেয়ারে বসে ধরনা শুরু করেছ... more
গান্ধী মূর্তির নীচে হুইলচেয়ারে বসে ধরনা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে কালো মাস্ক এবং গলায় কালো স্কার্ফ। ধরনার মধ্যেই হাতে রং, তুলি ছবি আঁকতে শুরু করেন মমতা। মাঝেমাঝে ফোনেও চোখ রাখছিলেন। কিছুক্ষণ পর অবশ্য আঁকা শেষ করে ফেলেন। ‘প্ররোচনামূলক’ মন্তব্যের জন্য সোমবারই মমতার প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।
সেই ‘অগণতান্ত্রিক’ সিদ্ধান্তের বিরুদ্ধে ধরনা শুরু করেন মমতা। নির্ধারিত সময়ের আগেই শুরু হয় সেই কর্মসূচি। দেখে নিন ভিডিয়োয়