Hindustan Times
Bangla

এই সংখ্যার ছেলেরা সঙ্গীকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন। 

সংখ্যাতত্ত্ব অনুসারে, যে কোনও মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মগ্রহণকারী ছেলেদের মূল সংখ্যা ৪।

তাঁদের শাসক গ্রহ হল রাহু যা তাঁদের ভালোবাসা বজায় রাখার জন্য সর্বদা আগ্রহী করে তোলে। 

তাঁরা সবসময় তাঁদের সঙ্গীর ছোট-বড় প্রতিটি চাহিদার যত্ন নেন এবং তাঁদের অপরিসীম ভালোবাসাও দিয়ে থাকেন।

৪ নম্বর সংখ্যা নিয়ে জন্ম নেওয়া ছেলেরা সর্বদা সঙ্গীদের সঙ্গে শান্ত এবং সরলভাবে কথা বলে। 

এই সংখ্যার ছেলেরা নিজেদের এবং সঙ্গীদেরও কর্মজীবনের জন্য শুভ হয়। 

৪ নম্বরের ছেলেদের ক্ষেত্রে, ১, ২, ৭ এবং ৯ নম্বরের মেয়েরা তাঁদের সেরা সঙ্গী হতে পারেন। 

ডিসক্লেমার: এই প্রতিবেদনের তথ্য সাধারণ পরামর্শমূলক। সাধারণ তথ্যের ভিত্তিতে এই খবর।