জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু গ্রহ নিশ্চিত একটি সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। আর গত ৭ জুলাই গুরু বৃহস্পতি হয়েছিলেন উদিত। পূর্ণিমার আগে, এই গোচর হয়েছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। কাদের কাদের ভাগ্য খুলছে, দেখে নিন।
মিথুন
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির উত্থান খুবই শুভ হতে চলেছে। বৃহস্পতির জন্য এই রাশিতে আগমন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং আপনার জীবনে নতুন শক্তি প্রবাহিত হবে। কর্মক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা প্রশংসা এবং সমর্থন পাবেন। অগ্রগতির নতুন সুযোগ তৈরি হতে পারে। যাদের বিবাহ আটকে ছিল অথবা তাদের বৈবাহিক জীবনে টানাপোড়েন ছিল, তারা এখন স্বস্তি পেতে পারেন।
( বিহারে আসছে ভোট! বিজেপি নেতাকে গুলি করে খুন, এক সপ্তাহে দ্বিতীয় হত্যায় চাঞ্চল্য পাটনায়)