তৃণমূল থেকে বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তাঁর এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী ও সহকর্মী বৈশালী দত্তগুপ্ত। তিনি অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলকে কলঙ্কিত করার চেষ্টা করছেন রাজন্যা। চুঁচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার এমনটাই দাবি করেছেন বৈশালী। (আরও পড়ুন: কসবা ধর্ষণে অভিযুক্ত মনোজিতের 'অনুপ্রেরণা' গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই!)
আরও পড়ুন: আরজি করের সময় শর্টফিল্ম বিতর্ক তৈরি করা রাজন্যা কসবাকাণ্ড নিয়ে বললেন…
ব্যান্ডেলের বাসিন্দা বৈশালী তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি হুগলি জেলা যুব তৃণমূলের সহ সম্পাদক ছিলেন। তিনি বলেন, একসময় দুজনেই জয়ী ব্যান্ডের সদস্য ছিলেন। সেই সূত্রে দুজনের পরিচয় হয় এবং বন্ধুত্ব হয়েছে। তিনি জানান, ব্যান্ডে থাকার সুবাদেই ২০২৩ সালের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন রাজন্যা। এরপর দলের একাধিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সংস্পর্শে এসেছেন তিনি। বৈশালীর দাবি, এত কাছ থেকে থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের অভিযোগ পৌঁছে দিতে না পারার দাবি একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা। বৈশালী জানান, রাজন্যা যেভাবে ‘অনেক মনোজিৎ’ থাকার ইঙ্গিত দিচ্ছেন, তাতে ভবিষ্যতের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে। তাঁর কথায়, একটা নামকে সামনে রেখে এই বার্তা দেওয়া হচ্ছে যেন তৃণমূল ছাত্র পরিষদ বা দলেই মেয়েরা সুরক্ষিত নন। বাস্তব কিন্তু তা নয়। (আরও পড়ুন: দিল্লি গিয়েও মমতা বন্দনায় দিলীপ, 'দলত্যাগ' নিয়ে বিস্ফোরক প্রাক্তন রাজ্য সভাপতি)