আবারও বেলাগাম বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুলিশকে মারধর, বিবস্ত্র করার নিদান দেওয়ার পর ফের পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির বিদায়ী সাংসদ। তিনি পুলিশকে ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করলেন। সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা নিয়েও পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির প্রার্থী। সেখানকার পুলিশকে তৃণমূলের ‘চামচা’ বলে কটাক্ষ করেন।
আরও পড়ুন: 'শেষের ঘণ্টা' বাজার পরও পরীক্ষার খাতায় 'লিখে চললেন' দিলীপ ঘোষ, আটকাল কমিশন
সন্দেশখালির ভিডিয়ো কাণ্ডে বিজেপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘পুলিশ পোষা কুকুরের মতো তাবেদারি ছাড়া আর কি করবে। যার তার বিরুদ্ধে এফআইআর আর কেস করছে। তবে কিছুই করতে পারছে না।’
সন্দেশখালির মহিলাদের নির্যাতনের প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ আরও বলেন, ‘এতদিন পুলিশের নাকের ডগায় মহিলাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হচ্ছিল। তারপরেও পুলিশ চুপ থেকেছে। কোনও এফআইআর করেনি। পুলিশ ওদের চামচা বেলচা করত। শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষ সব জানে। ওখানে গিয়ে আমি বলে এসেছি। আয় কত মায়ের দুধ খেয়েছিস। কী চলতো আমরা জানতাম। কিন্তু, শাহজাহান আর চামচা বেলচাদের গায়ে হাত দেওয়ার এদের সাহস নেই।’
আর কী বলছেন দিলীপ-
দিলীপ ঘোষের আরও অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে ভোটের আগে দাগী আসামিদের গ্রেফতার করতে হবে। কিন্তু, দুর্গাপুরে বহু দাগী অপরাধী যারা তৃণমূলের নেতা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গায়ে হাত দেওয়ার সাহস পর্যন্ত পায় না। অথচ বিজেপির মিছিল আটকাতে আসে।
প্রসঙ্গত, সন্দেশখালিতে একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। পুরো ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছে তৃণমূল। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ বলেছেন, ‘কোনটা সাজানো সব সময় বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন টাকা চুরি হয়নি অথবা সন্দেশখালিতে কিছুই ঘটেনি। তবে আদালত বলছে। হাজার হাজার মহিলা রাস্তায় দাঁড়িয়ে জুতো চপ্পল নিয়ে তৃণমূলকে তাড়া করছে। সেই দিনটা আগামী দিনে গোটা রাজ্যে দেখা যাবে।
উল্লেখ্য, আজ শনিবার সকালে প্রাতঃভ্রমণ ছেড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে জনসংযোগ করেন। এখনও পর্যন্ত তিনি যে সমস্ত এলাকায় যাননি নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই সেই সমস্ত এলাকায় গিয়ে তিনি জনসংযোগ চালাবেন বলে জানিয়েছেন।