আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডে কিছুদিন আগে পর্যন্ত সম্পর্কে ছিলেন। দুজনকে একসঙ্গে অনেকবার দেখা গেছে, মাঝে মধ্যেই দুজনেই ছুটি কাটাতে বাইরে যেতেন, কিন্তু তারপরই আচমকাই তাঁদের দুজনের ব্রেকআপের খবর সবাইকে রীতিমত চমকে দেয়। এখন আবার জানা যাচ্ছে আদিত্যর জীবনে নাকি বিশেষ কেউ এন্ট্রি নিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন আদিত্য। সেই ছবিগুলো দেখেই ভক্তদের অনুমান তিনি প্রেম করছেন! শুধু তাই নয়, ছবিতে থাকা হাতটি কার হাত তাও নাকি খুঁজে বের করেছেন ভক্তরা। আদিত্য ছবিগুলি শেয়ার করে লিখেছেন, ‘একটি মহাজাগতিক বোনাজা।’ সেই পোস্টে ছিল ঘরের ছবি, ফুটবল খেলার ভিডিয়ো ও এক নারীর হাত। ভক্তরা খুঁজে বের করে দেখেছেন যে মডেল জর্জিনা ডি'সিলভারও হাতে একই নেইল পেইন্ট রয়েছে। ভক্তরা এ নিয়ে অনেক মন্তব্য করছেন। একজন লিখেছেন, 'এটা কি আপনার গার্লফ্রেন্ডের সফট লঞ্চ?' একই সঙ্গে একজন লিখেছেন, কে এই রহস্যময়ী মেয়েটি। কেউ কেউ এমনকি লক্ষ্য করেছেন যে এই মডেলটি জর্জিনা ডি'সিলভা। প্রসঙ্গত, গত বছর আদিত্য ও অনন্যার ব্রেকআপ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এরপর শোনা যায়, অনন্যা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আদিত্যও পরিপক্ক্বতার সঙ্গে বিষয়টা সামলাচ্ছেন। তবে এই বিষয়ে এটা জানিয়ে রাখা ভালো যে অনন্যা এবং আদিত্য কখনই আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি বা তাঁরা বিচ্ছেদের ঘোষণাও করেননি।বর্তমানে আদিত্যও তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি মেট্রো ইন দিনোর জন্য খুব জনপ্রিয়, চর্চায় রয়েছেন। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে আদিত্যর সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান, ফাতিমা সানা শেখ, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, অনুপম খের, কঙ্কনা সেন শর্মা প্রমুখ।