বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তাঁর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। কেরিয়ারে নায়ক হওয়ার পাশাপাশি পর্দায় ভিলেন ও কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ইদানিং এই অভিনেতা তাঁর আগামী ছবি 'তানভি: দ্য গ্রেট'-এর জন্য চর্চায় রয়েছেন। ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। অনুপম ও তাঁর টিম আপাতত ছবির প্রচারে ব্যস্ত। তার মাঝেই 'সর্দারজি থ্রি' ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে দিলজিৎ দোসাঁঝের কাজ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুপম খের।
সম্প্রতি টাইমস নাও-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন অনুপম খের। এই কথোপকথনের সময়, অনুপম তাঁর ছবি 'তানভি: দ্য গ্রেট' সম্পর্কে অনেক কথা বলেছেন। এই সাক্ষাৎকারেই অনুপম খেরকে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে দিলজিৎ দোসাঁঝের ছবি করা নিয়ে প্রশ্ন করা হয়। তখন অভিনেতা তাঁর মতামত ব্যক্ত করে বলেন, ‘এটা তাঁর ব্যক্তিগত পছন্দ, যদি সে করে থাকে, তাহলে করবে। প্রত্যেককে নিজের আত্মার দিকে তাকাতে হবে। আমি আমার আত্মার কথা মাথায় রেখে তার জন্য যা উপযুক্ত তা করি। আমার করতে চাই না এমন কিছু, উনি চেয়েছেন তাই করেছেন’।
অনুপম খের আরও বলেন, 'আমি মনে করি আমাদের পাসপোর্টেই আমাদের নাগরিকত্ব লেখা থাকে। দেশের প্রতি আমাদের আনুগত্য সবার আগে। আমি সবসময় বিশ্বাস করেছি যে আমি আমার বাড়ির জন্য যা করি তা আমি আমার দেশের জন্যও করব।'
তানভি সিনেমার গল্প কী নিয়ে?
আগামী ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনুপম খেরের ছবি 'তানভি: দ্য গ্রেট'। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের ও অভিনেত্রী শুভাঙ্গী দত্ত। অটিজম স্পেকট্রামে আক্রান্ত তানভি নামের ২১ বছর বয়সী এক তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। তিনি তাঁর প্রয়াত বাবার ইচ্ছা পূরণের জন্য ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন। 'তানভি: দ্য গ্রেট' রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন অনুপম খের নিজেই।