ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে চলমান তৃতীয় টেস্টের পঞ্চম দিনে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্ট্যান্ডে লাইভ অ্যাকশনের জন্য অভিনেতা অক্ষয় কুমার এবং প্রাক্তন অভিনেতা তথা লেখক টুইঙ্কল খান্নাকে দেখা গেছে। ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর পাশে বসেছিলেন অক্ষয় ও টুইঙ্কল।
ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না
লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অক্ষয় এবং টুইঙ্কলের ভারতের জন্য উল্লাস করার ছবি এবং ভিডিয়োগুলি অনলাইনে ভাইরাল হয়েছে। বলিউডের বাকি সদস্যরা উইম্বলডনে মজে থাকলেও মনে হচ্ছে এই দম্পতি ভারতের প্রিয় খেলা সামনে বসে উপভোগ করতে চেয়েছিলেন। অক্ষয় সাদা টি-শার্ট এবং স্যুট পরেছিলেন, অন্যদিকে টুইঙ্কল একটি গোলাপি পোশাক বেছে নিয়েছিলেন এইদিনের জন্য। ম্যাচ চলাকালীন রবি শাস্ত্রীর পাশে বসে তাঁর সঙ্গে গল্প করতে দেখা যায় এই দম্পতিকে।
ভক্তরা এলোমেলোভাবে অক্ষয় এবং টুইঙ্কলকে রবির পাশে বসে থাকতে দেখে শিহরিত হয়েছেন। ‘কী ব্যক্তিত্ব। ওঁকে খুব কুল, ড্যাশিং, এবং সুদর্শন দেখাচ্ছে। সত্যিই, বয়স অক্ষয় কুমারের জন্য কেবল একটি সংখ্যা,’ অভিনেতার ছবি এবং ভিডিয়ো শেয়ার করে একজন উত্তেজিত ভক্ত লিখেছেন। আরেকজন লিখেছেন, অক্ষয় চুপচাপ বসে আছে, অথচ ওঁর তাকিয়ে থাকাটাই যেন প্রাণ কেড়ে নিচ্ছে। ম্যাচে হট লুকে তাঁকে বেশ ভাল দেখাচ্ছে বলেও জানিয়েছেন এক ভক্ত।
অক্ষয়ের সাম্প্রতিক কাজ
এই বছরটি অক্ষয়ের জন্য বেশ ব্যস্তই কাটছে বলা যায়, বছরের প্রথমার্ধে মুক্তি পেয়েছে তাঁর স্কাই ফোর্স, কেশরী চ্যাপ্টার টু, হাউজফুল ফাইভ এবং তেলুগু ভাষায় কান্নাপ্পা ছবিগুলি। শিগগিরই আরশাদ ওয়ারসির সঙ্গে 'জলি এলএলবি থ্রি' ছবিতে অভিনয় করবেন তিনি। অক্ষয়ের হাতে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে, যার কয়েকটির শুটিং তিনি এখনও করছেন। তাঁর হাতে রয়েছে ভূত বাংলা, ওয়েলকাম টু দ্য জাঙ্গল এবং হেরা ফেরি থ্রির মতো ছবিগুলি।