জনপ্রিয় গায়ক ও সঙ্গীতশিল্পী অমল মালিক নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ না করলেও সম্প্রতি নিজের পুরনো সম্পর্ক ও হৃদয় ভাঙার যন্ত্রণা নিয়ে খোলামেলা কথা বলেছেন। অমল বলেছিলেন যে তাঁর বান্ধবী তিনি মুসলিম হওয়ার কারণে তাঁকে ছেড়ে চলে গেছেন এবং তাঁর বাবা-মা তারঁ ধর্ম বা সঙ্গীত শিল্পের সাথে সম্পর্কিত কেরিয়ারকে অনুমোদন করেননি।
পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন অমল, অবশেষে ধর্মের কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে অমল জানান, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। গায়ক বলেন, ‘ওর বাবা-মা চাইতেন না ফিল্ম ইন্ডাস্ট্রির কোনও ব্যক্তি বা সঙ্গীতশিল্পীর সঙ্গে তার সম্পর্ক থাকুক। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর বাবা-মা কখনই আমাদের মেনে নেননি। আমি কবির সিংয়ের পেহলা পেয়ার গানেটি যখন প্লেব্যাক করি তখনই আমার ব্রেকআপ হয়ে যায়। এটা ছিল আমার জন্য সবচেয়ে বড় একটা ধাক্কা। একদিন সে ফোন করে ামায় জানায় যে সে বিয়ে করছে, কিন্তু আমি যদি তাকে নিতে যাই তবে সে আমার সাথে পালিয়ে যাবে। আর সেই মুহুর্তেই, এডিডিএলজের এসআরকে আমার মধ্যে জেগে উঠল এবং আমি বললাম না, যদি তোমার বাবা-মা আমার ধর্ম এবং পেশাকে সম্মান করতে না পারে তবে আমি তোমার মঙ্গল কামনা করি।’
এই ব্রেকআপের পর অমল ভেঙে পড়লেও তিনি গানের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে হৃদয়ের ক্ষত সারানোর চেষ্টা করেছেন। অমল আরও বলেছিলেন যে লোকেরা মনে করে যে তার বাবা মুসলমান হওয়ার কারণে লোকেরা তাকে মুসলমান মনে করে। ‘আমার মা একজন ব্রাহ্মণ হিন্দু। আমি বান্দ্রার মাউন্ট মেরি চার্চে যাই যখন আমি ভিতরে শূন্যতা অনুভব করি। আমার পরিবার আধ্যাত্মিক, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ভয় পাই না।’