টিভি ইন্ডাস্ট্রির বিখ্যাত দম্পতি গুরমিত চৌধুরি এবং দেবিনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পরিবারের সঙ্গে বৃন্দাবনে পৌঁছন। তাঁরা প্রখ্যাত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছ থেকে আশীর্বাদ নেন। প্রেমানন্দ মহারাজকে গুরমিত বলেন, ‘আমরা দুজন প্রথম যে কাজটি করেছিলাম তা হল রাম আর সীতা। এই শোয়ের কারণে আমরা সারা দেশ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমরা এখন শুধু আপনার আশীর্বাদ পেতে চাই, যাতে আমরা এগিয়ে যেতে পারি।’
কী বললেন প্রেমানন্দ মহারাজ?
তাঁর আশীর্বাদ দিয়ে প্রেমানন্দ মহারাজ বলেন যে, ‘’কারও কখনোই ঈশ্বরের নাম নেওয়া বন্ধ করা উচিত নয় কারণ এটিই অগ্রগতির পথ। ভগবান রামের চরিত্রে অভিনয় করার সৌভাগ্য হয়েছে, তাই 'সীতারাম, সীতারাম' বা 'রামরাম' জপ করতে থাকুন। এতে জীবনের সব নেতিবাচকতা দূর হবে। সকালে যেমন ভগবান রামের রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যায় তিনি বনবাস পেয়েছিলেন, জীবনে উত্থান-পতন রয়েছে। এগুলো কাটিয়ে উঠতে হলে ভগবানের নামের সঙ্গে যুক্ত থাকুন।
'রামায়ণ'-এর সেটে গুরমিত ও দেবিনার দেখা হয়েছিল। ইন্টারনেটে গুরমিত এবং দেবিনার বিয়ের তারিখ ২০১১ বলে উল্লেখ করা হলেও, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরমিত প্রকাশ করেছিলেন যে, তাঁরা আসলে ২০১১ সালের অনেক বছর আগেই বিয়ে করেছিলেন।
‘২০০৬ সালে, যখন আমার বয়স মাত্র ১৯, আমরা চুপিসারে বিয়ে করি। আগামী বছর আমাদের বিয়ের ২০ বছর পূর্ণ হবে। আমাদের বয়স তখন মাত্র ১৯-২০ বছর, আমরা এই পদক্ষেপ নিতে অনেকটা সাহস করেছিলাম এবং আমরা খুশি যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।’