এই বছর দুর্গাপূজায় যে বাংলা ছবিগুলি আসতে চলেছে বড় পর্দায় তার মধ্যে অন্যতম হলো ‘দেবী চৌধুরানী’। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্রের এই সিনেমা নিয়ে বেশ আলাদাই আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।
আগামী পুজোয় ছবিটির মুক্তি পেলেও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির মোশন পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, একটি রণক্ষেত্রে তরবারি, ত্রিশূল রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। চারিদিকে যেন আগুন জ্বলে উঠেছে। এই যুদ্ধে কার জয় হয়েছে সেটাও যেন মোটামুটি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মোশন পোস্টারের মাধ্যমে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা, সন্ন্যাসীদের আশীর্বাদে শুরু হয়েছিল এক বীর দেবীর গল্প। যার তেজ এবং সাহসের সাক্ষী রয়েছে গোটা ইতিহাস। আবারো ফিরছে দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বিখ্যাত উপন্যাসের উপর ভিত্তি করে একটি নতুন আখ্যান। ১৩ আগস্ট বিদ্রোহের ডাক ফিরছে কারণ আসছে দেবী চৌধুরানী ছবির টিজার।
প্রসঙ্গত, শ্রাবন্তী এবং প্রসেনজিৎ ছাড়া এই ছবিতে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, অ্যালেক্স ও'নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়া, বীরভূম থেকে ঝাড়খন্ড, সর্বত্র এই ছবির শ্যুটিং চলেছে।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
উল্লেখ্য, শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। আপাতত এই ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। বহুদিন পরে বঙ্কিমচন্দ্রের উপন্যাসের চরিত্রকে আবারও চোখের সামনে দেখতে পাবেন দর্শকরা।