আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব হয়ে পথে নেমেছে সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে জমায়েত, মিছিল। এরই মাঝে বিগত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিৎ সিংয়ের একটি ছবি। থুড়ি তাঁর একটি পোস্টের ছবি। সেখানে নাকি তিনি রাজ্য সরকারকে রীতিমত চাপ দিয়েছেন এই ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু সত্যিই কি এমন ঘটেছে?
আরও পড়ুন: ধর্ষণ আটকাতে কী বলেছিলেন অরিজিৎ? হঠাৎই পুরনো ভিডিয়ো ভাইরাল
কী লিখেছেন অরিজিৎ?
অরিজিৎ সিংয়ের একটি পোস্ট এদিন ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে লিখতে দেখা যায় 'এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামব। দয়া করে আমাকে আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছুই বুঝব না।' তিনি আরও স্পষ্ট করে দেন, রাজ্য পুলিশ না সিবিআই কে এই কেসের সমাধান করবে জানি না। কিন্তু ফলাফল দেখতে চাই। আর এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
তৃণমূল কংগ্রেসের একটি ফ্যানপেজের দাবি
অরিজিৎ সিংয়ের ভক্তরা এদিন তাঁর এই পোস্টটি প্রচণ্ড রকম ভাবে শেয়ার করেছেন। প্রশংসা করেছেন তাঁর। আর এরই মাঝে তৃণমূল কংগ্রেসের একটি ফ্যান পেজের তরফে একটি পোস্ট করে জানানো হয় এই পোস্টটি নাকি অরিজিৎ মোটেই এখন করেননি। বরং এটা তাঁর ২০১৪ সালে করা পোস্ট।
তাঁদের তরফে অরিজিতের এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, 'সত্যি ঘটনা জেনে রাখুন। অরিজিৎ সিংয়ের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। অরিজিৎ সিংয়ের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। সিপিএম যে ভিডিয়ো ভাইরাল করেছে সেটি পুরোটাই মিথ্যে। ভিডিয়টা ২০১৪ সালের। সিপিএমের হয়ে অরিজিৎ প্রচার করেনি বলে অরিজিতের মিথ্যে বদনাম করাচ্ছে সিপিএম।'
আরও পড়ুন: রবিতে ফের রাস্তায় সেলেবরা, আরজি কর নিয়ে মমতার উপর চাপ রাখতে চান সৃজিতরা
প্রসঙ্গত কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেটা শুনে মনে হচ্ছে তিনি এই ঘটনার জন্য পথে নেমেছেন। কিন্তু আসলে সেটা নয়। সেটাও আগের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, 'ফেসবুকে খালি স্ট্যাটাস দিলে হবে না কিন্তু কাকা। ফেসবুক, টুইটার করে কিছু হবে না হ্যাঁ? আমি নিজেও এসব একদমই পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট প্রচুর সহযোগিতা চাই আপনাদের, আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি রেপ। অনেক ধন্যবাদ।'