'সাইয়ারা' মুক্তির পর প্রেক্ষাগৃহের ভিতরের ছবি-ভিডিয়ো হয় ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দেখা যায় কখনো কাঁদতে কাঁদতে চিৎকার করছেন কেউ, কেউ বা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বলা ভালো তরুণদের এইসব ইমোশনাল ব্রেকডাউনের ভিডিয়ো-ই ছিল সিনেমার সাফল্যের অন্যতম কারণ। তবে অনেকেই দাবি করছেন যে, এসবই ছিল পিআর স্টান্ট। সাইয়ারা-নির্মাতাদের প্রচারকৌশল ছিল বলেই খবর আসছে।
ভক্তদের চিৎকার, কান্নাকাটি এবং অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে ইন্ডিয়া টুডের সামনে এবার মুখ খুললেন ছবির প্রযোজক এবং ওয়াইআরএফের সিইও অক্ষয় বৈধানি। অক্ষয় বললেন, ‘এদের কাউকে আমাদের তরফ থেকে থিয়াটারে পাঠানো হয়নি।’ তিনি আরও বলেন, ‘স্ক্রিনের দিকে তাকিয়ে চিৎকার করা ব্যক্তি, বা যে অজ্ঞান হয়ে গিয়েছে অথবা যে ছেলেটি নিজের স্কার্ট খুলে নাচছিল, এরা সত্যিকারের ভক্ত। এদের আবেগও সত্যিকারের। এটা মজার যখন আপনি লোকদের কাছ থেকে ফোন পেতে শুরু করেন যে, তাঁরা আপনার ছবি দেখে কতটা কাঁদছে এবং আপনাকে এর জন্য তাঁরা ধন্যবাদ জানাচ্ছে।’
সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যায়, হাতে আইভি ড্রিপ লাগানো এক ব্যক্তি সাইয়ারা-র একটি শো দেখছেন। চোখের জল মুছতে মুছতে তার বন্ধুরা ভিডিয়ো রেকর্ড করেছেন।
অন্য একটি ভিডিয়োতে সেই ছেলেটিকে গভীর রাতে নির্জন রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এবং হাতে ওভাবেই আইভি চলছে। এবং ব্যাকগ্রাউন্ডে সাইয়ারা-র টাইটেল ট্র্যাকটি বাজছে।
সাইয়ারা সম্পর্কে
সাইয়ারাতে নবাগত আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনয় করেছেন। এটি একজন গায়ক এবং গীতিকার, কৃষ এবং বাণীর প্রেমকাহিনি নিয়ে তৈরি। সিনেমাটি আপাতত বক্স অফিসে সুপার ডুপার হিট। বলা চলে, ২০২৫-এর সবচেয়ে বড় হিট সাইয়ারা।