কমেডিয়ান কপিল শর্মার বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্প্রতি কানাডায় নিজের ক্যাফে খুলেছেন কপিল। বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক আততায়ী তাঁর এই ক্যাফেতে গুলি চালালে বব্বর খালসার সঙ্গে যুক্ত জঙ্গি হরজিৎ সিং লাড্ডি এই হামলার দায় স্বীকার করেন। এমন পরিস্থিতিতে মুম্বই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি তৎক্ষণাৎ সতর্ক হয়ে ওঠে এবং ওশিওয়ারায় কপিল শর্মার ডিএলএইচ এনক্লেভের বাড়ি, তাঁর অফিস এবং ফিল্ম সিটির শুটিং সেটে নিরাপত্তা বাড়িয়েছে।
ইটাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের তরফে শুক্রবার সকালে কপিল শর্মার বাড়িতে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে। তাঁরা সেখানে গিয়ে কপিল শর্মার বাড়িতে থাকা সিকিউরিটি গার্ডের সাথেও কথা বলেন এবং দর্শনার্থীদের পরীক্ষা করা শুরু করে। পুলিশ সূত্র জানা গিয়েছে, যে কোনও সম্ভাব্য হুমকির আগে যথাযথ প্রস্তুতি নিশ্চিত করার জন্য সুরক্ষা মহড়ার অংশ হিসাবে এই সফরটি ছিল। কপিলের নিরাপত্তার দায়িত্বে কোন এজেন্সি এবং কতজন রক্ষী মোতায়েন করা হয়েছে, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
কপিল কি সরাসরি হুমকি পেয়েছেন?
ফিল্ম সিটিতে কপিলের শুটিং লোকেশনেও নিরাপত্তা বাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে। তবে কপিল বা তাঁর পরিবার সরাসরি কোনও হুমকি পেয়েছেন কি না, তা এখনও স্পষ্ট করেনি মুম্বই পুলিশ। এই ঘটনার পর কপিল শর্মার ভক্তদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর সুরক্ষার বিষয়ে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে।