গত জুলাই-তে মেয়ে তিশাকে হারান প্রযোজক কৃষাণ কুমার ও তাঁর স্ত্রী তানিয়া সিং। তিশা সম্পর্কে ভূষণ কুমারের তুতো বোন হন। জানা গিয়েছিল, ক্যানসার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিশার। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটা পোস্ট শেয়ার করেছেন তিশার মা তানিয়া। যেখানে তিনি বিস্ফোরক দাবি করেছেন। জানিয়েছেন, ক্যানসারের সঙ্গে লড়াই করে তাঁর মেয়ের মৃত্যু হয়নি। চিকিৎসার ফাঁদে পড়েছিল তাঁদের মেয়ে।
নিজের আবেগপূর্ণ পোস্টে মেয়ে তিশার সঙ্গে কাটানো সুন্দর কিছু হাসিখুশি মুহূর্তের কোলাজ ভিডিয়ো পোস্ট করেছেন। পোস্টের সঙ্গে লিখেছেন, ‘কীভাবে, কী এবং কেন’- হেডলাইন দিয়ে লিখেছেন, ‘অনেক লোক লিখেছে এবং আমাকেও তাঁরা বলতে বলছেন যে ঠিক কী হয়েছিল। আমি সত্য ঘটনা বলছি, একজন ব্যক্তি যখন উপলব্ধি করেন এটা তাঁর সঙ্গী কীভাবে ঘটেছিল।’
শোকার্ত 'মা' তানিয়া কাতর স্বরে জানিয়েছেন যে একজন খাঁটি নির্দোষ আত্মা যখন অন্য কারোর করা কারণে অন্যায়ের শিকার হয়। তখন সেটা কতটা ‘বিভ্রান্তিকর’ হয়ে ওঠে এবং ‘জটিল হয়ে যায়’। ক্ষুব্ধ তানিয়ার কথায়, ‘কেউই কর্মফল থেকে নিজেদের বাঁচাতে পারবেন না, দৈব ন্যায়বিচার হবেই।’
তানিয়া আরও লিখেছেন, ‘কখনও কখনও, নিজের জন্য নয় বরং অন্য কারও খারাপ কর্মের কারণে জীবনটাই চলে যায়। তিনি লিখেছেন, ’দর্শন কী বলছে, তাতে কিছু যায় আসে না। এটা ভুল চিকিৎসা, ভুল রোগ নির্ণয় এবং চিকিৎসার নামে ব্যবসা যাই হোক না কেন, লোকজন দুষ্টু চোখ, কালা জাদু, নজর লাগা, ইত্যাদিতে বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। এই সবই সত্যের সঙ্গে অপ্রাসঙ্গিক, অন্য কেউ কীভাবে তাতেও কিছু আসে যায় না, কারণ আপনি যা জানেন তা অন্য কেউ জানে না। সময়ের সঙ্গে সত্য প্রকাশিত হবেই।'