বলিউড পরিচালক অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবিটি দর্শকদের দারুণ পছন্দ হয়েছে। গত ৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি কেবল দর্শকদের কাছ থেকেই নয়, সমালোচকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পেয়েছে। সিনেমার সমস্ত তারকারা তাদের চরিত্রে প্রাণবন্ত করতে কোনও প্রয়াস ছাড়েননি। ছবিটি মুক্তির পর কেটে গেছে ৯ দিন। এদিকে এখন শনিবারের দিনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে, যা বেশ চমকপ্রদ। অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত 'লাইফ ইন আ মেট্রো' ছবির সিক্যুয়েল। এই ছবিটিও বেশ ভালো লেগেছিল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, অনুপম খের এবং নীনা গুপ্তা। এই ছবিটি আসতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কাজলের 'মা', 'হাউজফুল ৫', 'সিতারা জমিন পরে'র মতো ছবি। এমন পরিস্থিতিতে জানা গেল 'মেট্রো ইন দিনো'-এর শনিবারের কালেকশন।
সচনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, 'মেট্রো ইন দিনো' এই প্রতিবেদন লেখার নবম দিন পর্যন্ত ৪.৬৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এমন পরিস্থিতিতে এর মোট সংগ্রহ এখন ৩৩.৮৫ কোটি টাকায় পৌঁছেছে। সপ্তাহান্তে এর সংগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দেখুন দিন অনুযায়ী 'মেট্রো ইন দিনো' ছবির কালেকশন, দিন ১- ৩.৫ কোটি, দিন ২- ৬ কোটি, দিন ৩- ৭.২৫ কোটি, দিন ৪- ২.৫ কোটি, দিন ৫- ৩ কোটি, দিন ৬- ২.৩৫ কোটি, দিন ৭- ২.২৫ কোটি, দিন ৮- ২.৩৫ কোটি, দিন ৯- ৪.৬৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন) ফলে মেট্রো ইন দিনো ছবির মোট সংগ্রহ নবম দিনের পর দাঁড়িয়েছে- ৩৩.৮৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন) টাকায়