অমিতাভ বচ্চনের সূর্যবংশম ছবি দেখেননি এমন মানুষ পাওয়া দায়। এই ছবিটি টিভিতে এতবার এসেছে যে এর প্রতিটি চরিত্র যেন সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। ছবিতে প্রধান চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন। আর তাঁর নায়িকা হিসেবে দেখা গিয়েছিল, সৌন্দর্যকে। এই অভিনেত্রী অনেক তেলুগু ছবিতে কাজ করেন। কিন্তু হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর উল্লেখযোগ্য কাজ ছিল সূর্যবংশমই।
সৌন্দর্য অকালেই মারা যান, প্রাণ হারান একটি বিমান দুর্ঘটনায়। সেই সময় অভিনেত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। অভিনেত্রীর মৃত্যুর বহু বছর পর দক্ষিণের বর্ষীয়ান অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সৌন্দর্যের মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ৬৭ বছরে মারা যাবেন সলমন! শাহরুখের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে রোষে জ্যোতিষী, মুখ খুললেন এক অভিনেত্রী
২০০৪ সালের ১৭ এপ্রিল প্রাইভেট প্লেন দুর্ঘটনায় সৌন্দর্য মারা যান। সূত্রের খবর, ভারতীয় জনতা পার্টি ও তেলুগু দেশম পার্টির হয়ে একটি রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে করিমনগর যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সময় ঘটে এই ঘটনা। এখানেই শেষ নয়, দুর্ঘটনার পর সৌন্দর্যের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
আর সেই ঘটনার ২২ বছর পর, সৌন্দর্যের মৃত্যু দুর্ঘটনা নয়, বরং অভিনেতা মোহনের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: নিম ফুলের মধু শেষ হতেই নতুন মেগায় ‘বাবুর মা’, স্টার জলসার কোন ধারাবাহিকে অরিজিতা?
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী অভিনেতা মোহন বাবুর বিরুদ্ধে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরে সেই জমিটি বিক্রি করার জন্যঅন্য ভাইবোনদের চাপ দেওয়া এবং অবৈধভাবে এটি দখল করার অভিযোগ করেছেন। চিত্তিমাল্লু নামের সেই অভিযোগকারী খাম্মামের (তেলেঙ্গানার একটি শহর) এসিপি এবং খাম্মাম জেলা কালেক্টর উভয়ের কাছেই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে বকুনি খেল বাংলার ২ ছেলে বিশ্বরূপ-প্রিয়াংশু! তবে বাদ গেল এই মেয়ে, হতবাক দর্শক
অভিযোগ, মাঞ্চু পরিবারের অন্দরে চলমান বিবাদ, মাঞ্চু মনোজের জন্য ন্যায়বিচার এবং জলপল্লির (হায়দরাবাদ) ৬ একর অতিথিশালা বাজেয়াপ্ত করার বিষয়েও কথা বলা হয়েছে। অভিযোগকারিণী আরও জানিয়েছেন যে মোহন বাবুর কারণে তাঁর প্রাণনাশের হুমকি রয়েছে এবং নিজের জন্য পুলিশি সুরক্ষাও চেয়েছেন।