আর কিছুদিনের মধ্যেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। ইতিমধ্যেই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। তবে এই গানগুলির মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে 'গানে গানে' গানটি। এই গানে দেখা গিয়েছে শুভশ্রী অভিনীত চরিত্র 'রূপা'র রাগ হয়েছে, আর তার রাগ ভাঙাতে ব্যস্ত দেব। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই ট্রেন্ড করতে শুরু করে। অনেকে রিলসও বানায়। আর এবার এই গানে প্রাক্তন তথা ধূমকেতুর সহ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয়, বরং প্রেমিকা রুক্মিণী মৈত্রর সঙ্গে লিপ মেলালেন দেব!
আরও পড়ুন: ধূমকেতুর পর কি আর কোনও ছবিতে দেব-শুভশ্রীকে জুটিতে দেখা যাবে? 'যদি আবদার করে…', মুখ খুললেন নায়ক
রবিবার দেব একটি ভিডিয়ো সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেন। সেখানে গাড়িতে বসে প্রথমে 'গানে গানে' গানটির চালিয়ে সেটার সঙ্গে গাইতে শুরু করেন দেব। এরপর শুভশ্রীর লিপ মেলানোর অংশটা এলে ক্যামেরা ঘুরিয়ে দেন রুক্মিণীর দিকে। বাকি অংশটাই লিপ মেলান নায়িকা। তারপর দেবকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘ধূমকেতু ১৪ অগস্ট থেকে তোমাদের কাছে আসছে।’ তারপর দর্শকদের ফ্লাইং কিসও দেন তাঁরা। কলকাতার একটি বড় ক্লাবের খুঁটিপুজোয় যাওয়ার পথে গাড়িতে তাঁরা এই ভিডিয়োটি বানান। যা ইতিমধ্যে সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নানা কমেন্টে ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘দেব আপনি খুব ভালো গেয়েছেন।’ আর একজন লেখেন, ‘গানে গানে দেবদার মনের কথা শুভশ্রীদির কাছে পৌঁছে যাক, ওহ সরি সরি রুক্মিণীদির কাছে পৌঁছে যায়।’ আর একজন লেখেন, ‘অসাধারণ লাগছে তোমাদের দু'জন কে দেবদা।’
আরও পড়ুন: বিয়েতে ভয় সৌমিতৃষার! এখনও কেন সিঙ্গল তিনি? ‘অতিরিক্ত ভালোবাসা…’, যা বললেন নায়িকা
প্রসঙ্গত, এক সময় টলিউডের অন্যতম সেরা জুটি ছিল দেব-শুভশ্রী। পর্দায় তাঁদের জুটি দর্শকদের মনজয় তো করেই নিয়েছিল। পাশাপাশি বাস্তবেও তাঁরা একে অপরের সঙ্গে প্রেম করতেন। আর এটা ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। তবে সেই প্রেমে বিচ্ছেদ আসে, ভাঙে সম্পর্কও। কিন্তু বিচ্ছেদের পরও তাঁরা 'ধূমকেতু' জন্য আবার একসঙ্গে কাজ করেন। তবে সেই ছবিও নানা জটিলতার কারণে আর মুক্তি পায় না তখন। মাঝে ৯ বছর কেটে যায়। তারপর থেকে পর্দায় আর দর্শকরা তাঁদের একসঙ্গে দেখতে পাননি। তবে অবশেষে সব জটিলতার মেঘ কাটিয়ে পর্দায় আসতে চলেছে ‘ধূমকেতু’।