কিছুদিন আগেই জি বাংলা নতুন মেগা 'কনে দেখা আলো'র ঘোষণা করেছিল। সেখানে নন্দিনী দত্ত ও সাইনা চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এবার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে এল মেগায় প্রথম প্রোমো।
আরও পড়ুন: এবার বলিউডে দেব? ‘আরও ভালো ভালো কাজ করতে…’, ঘন ঘন মুম্বই যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন নায়ক
প্রোমোয় কী দেখা গিয়েছে?
মেগার প্রোমোর শুরুতেই সাইনাকে দেখা গিয়েছে। লাল টুকটুকে বেনারসি, আগেকার ডিজাইনের সোনার নেকলেস, কানে ঝুমকো, নাকে নথ, মাথায় টিকলি, কপালে লালা টিপ, চন্দন কল্কায় নজর কেড়েছেন নায়িকা। মেগায় তাঁর চরিত্রের নাম ‘লাজবন্তী’। দেখা গিয়েছে ‘লাজবন্তী’র বিয়ে তাই বাড়িতে সাজো সাজো রব। সে তার খেলার পুতুল, ছেলেবেলার স্মৃতি বাক্সে বন্দি করে, ঠাকুর আসনে প্রণাম করতে করতে বলছে, ‘তুমি যা করবে ভালোই করবে।’ তার উজ্বল মুখে ফুটে উঠেছে একরাশ হাসি। তারপরই কনের সাজে লালা টুকটুকে বেনারসি, গলায় আধুনিক ডিজাইনের নেকলেস, লম্বা ঝোলা হার, নাকে টানা নথ, মাথায় টানা টিকলি, খোঁপায় জড়ানো জুঁইয়ে মালা, মাথায় শোলার মুকুট ও ভেলে দেখা গিয়েছে নন্দিনীকে। মেগায় তাঁর চরিত্রে নাম 'বনলতা'।
'বনলতা'র মুখে কালো ছায়া। তাকে বলতে শোনা যায়, ‘ঠাকুর তুমি আজ এমন কিছু করো যাতে আমাকে শ্বশুর বাড়ি যেতেই না হয়।’ তারপরই দেখা যায় বিয়ে করে 'লাজবন্তী' কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি যাচ্ছে। বাসে বসে বসে সে কাঁদছে, আর তার চোখের জল মোছার জন্য তার বর তাকে রুমাল এগিয়ে দিচ্ছে। লাজবন্তীর বরের বেশে ধরা দিয়েছেন অভিনেতা মৈনাক ঢোল। অন্যদিকে, ‘বনলতা’ গাড়ি করে যাচ্ছে শ্বশুর বাড়ি। তার চোখে জল নেই ঠিকই কিন্তু মন তোলপাড় হচ্ছে। পাশে বর বেশে বসে সোমরাজ মাইতি।
আরও পড়ুন: 'আমার কোল শূন্য…', অহনার সন্তান জন্মের খবরে যা বললেন মা চাঁদনী
আর সেই সময় ‘লাজবন্তী’দের বাস ও 'বনলতা'দের গাড়ি এক জায়গায় এসে পড়ে। তারপর মাঝ রাস্তায় তাদের উপর ডাকাত পড়ে। সবাইকে আটক করে ডাকাতরা। সেই সময় লাজবন্তী নিজের মুখে ঘোমটা টেনে নেয়। আর তা দেখেই এই বিয়ে থেকে মুক্তি পাওয়ার বুদ্ধি খেলে যায় ‘বনলতা’র মাথায়। সেও ঘোমটা দিয়ে মুখ ঢাকে।
মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই নেটিজেনরা লাপাতা লেডিজের নকল বলে খোঁচা দিতে শুরু করেছেন। একজন লেখেন, ‘একটু নৌকাডুবি আর খানিকটা লাপাতা লেডিস নিয়ে একটা পাত্রে মিশিয়ে নিন আর তাতে দিয়ে দিন বাংলা সিরিয়ালের তেল মশলা।’ আর একজন লেখেন, ‘টুকলি of থোড়ি লাপাতা লেডিস থোড়ি নৌকা ডুবি’। আর একজন লেখেন, ‘গরীবের লাপাতা লেডিস সিরিয়াল।’