Saiyaara box office collection day 6: চলচ্চিত্র নির্মাতা মোহিত সুরি পরিচালিত রোম্যান্টিক ড্রামা সাইয়ারা বক্স অফিসে ঝড় তুলেছে। আহান পাণ্ডে ও অনীত পদ্দা অভিনীত ছবিটি মাত্র ১ সপ্তাহে ১৫০ কোটি ছাপিয়ে গিয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী, সাইয়ারা ষষ্ঠ দিনে ১৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আয় করেছে ২১ কোটি টাকা।
সাইয়ারা বক্স অফিস কালেকশন:
তবে দেখা যাচ্ছে যে, পূর্ববর্তী সপ্তাহের দিনগুলির তুলনায় আয়ে কিছুটা হ্রাস দেখা গিয়েছে, তবুও কোনও ছুটির দিন না থাকা সত্ত্বেও সপ্তাহের মাঝামাঝি অসাধারণ গতি দেখিয়েছে সাইয়ারা। নিউএজ এই রোম্যান্টিক ড্রামা ২১.৫ কোটি টাকার ওপেনিং পেয়েছিল। উইকেন্ডে বাম্পার আয় করে সাইয়ারা এরপর শনিবার আয় বেড়ে হয় ২৬ কোটি টাকা। আর রবিবার লাফিয়ে আয় বাড়ে ৩৫.৭৫ কোটি টাকা।
চলুন দিন অনুযায়ী সাইয়ারার বক্স অফিস কালেকশন দেখে নেওয়া যাক-
ওপেনং ডে: ২১.৫ কোটি টাকা
দ্বিতীয় দিন: ২৬ কোটি টাকা
তৃতীয় দিন: ৩৫.৭৫ কোটি টাকা
চতুর্থ দিন: ২৪ কোটি টাকা
পঞ্চম দিন: ২৫ কোটি টাকা
ষষ্ঠ দিন: ২১ কোটি টাকা
মোট আয়: ১৫৩.২৫ কোটি টাকা
সাইয়ারা ইতিমধ্যেই রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরঅভিনীত ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবির লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত 'রকি অর রানি কি প্রেম কাহানি'-কে ছুঁয়ে ফেলার পথে।
সাইয়ারা ছবি সম্পর্কে:
সাইয়ারা একজন উঠতি সংগীতশিল্পী কৃষ্ণ কাপুর (আহান) এবং একজন লাজুক সাংবাদিক বানী (অনীত পদ্দা)-র মধ্যে গড়ে ওঠা প্রেমকাহিনি তুলে ধরে।
অপ্রত্যাশিত এক ঘটনা তাদেরকে দূরে করতে চাইলেও, মেয়েটি ছেলেটির ঢাল হয়ে পাশে থাকে। সাইয়ারা তারকা-সহ, বলিউড তারকাদের থেকে খুব ভালোবাসা পেয়েছে। আলিয়া ভাট থেকে অনিল কাপুর, শ্রদ্ধা কাপুর থেকে রণবীর সিং, অনন্যা পান্ডে থেকে বরুণ ধাওয়ান, বেশ কয়েকজন অভিনেতা এই ছবি এবং দুই তরুণ তারকার অভিনয়ের প্রশংসা করেছেন।