Saiyaara box office collection day 7: আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত সাইয়ারা এখনও অবধি বেশ ভালোই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে। ছবির গতি মন্থর হওয়ার কোনো লক্ষণ নেই এখন অবধি। স্যাকনিল্ক জানিয়েছে, ছবিটি এখনও পর্যন্ত ১৭০ কোটি টাকার বেশি আয় করেছে। মোহিত সুরি পরিচালিত ইনটেন্স লাভস্টোরি এখনও অবধি স্থায়ী ছাপ ফেলছে দর্শকমনে।
সাইয়ারা-র বক্স অফিস কালেকশন:
সাইয়ারা প্রথম দিনে ২১.৫ কোটি টাকা দিয়ে খাতা খোলে। একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, ছবি দেখে হাপুষ নয়নে কেঁদে ভাসাচ্ছে হলের দর্শকরা। এমনকী, অনেককে অজ্ঞান হয়ে যেতেও দেখা যাচ্ছে। সাইয়ারা দ্বিতীয় দিনে ২৬ কোটি টাকা আয় করে, আর তৃতীয় দিনে ছবির আয় ৩৫.৭৫ কোটি। অর্থাৎ প্রথম তিন দিনে ছবির সংগ্রহ ৮৩ কোটি টাকার আশেপাশে।
এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে সাইয়ারা-র আয় ছিল যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি, ২১.৫ কোটি টাকা। আর তারপর শুক্রবারে অর্থাৎ সপ্তম দিনে সাইয়ারা-র সংগ্রহ ১৮.৭৫ কোটি টাকা। যেহেতু এই শুক্রবারে কোনো ছবির মুক্তি নেই, তাই আশা রাখা যাচ্ছে যে চলতি সপ্তাহেও সাইয়ারার আয় হবে ঝড়ের বেগে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটির মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৭২.৫০ কোটি টাকা। করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র লাইফটাইম কালেকশন ১৫৩.৫৫ কোটি টাকাকে ছাপিয়ে গিয়েছে সাইয়ারা। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট।
সাইয়ারা সম্পর্কে
সাইয়ারা একজন উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী কৃষ কাপুর (আহান) এবং লাজুক সাংবাদিক বাণী বাত্রা (অনীত)-র মধ্যেকার প্রেমকাহিনি তুলে ধরেছে। প্রশংসিত হয়েছে নিউকামার আহানের কাজও। যদিও স্টারকিড আহান পারিবারিক সূত্রে বলিউডে বেশ প্রচলিত। তিনি চাঙ্কি পান্ডের ভাইপো আর অনন্যা পান্ডের খুরতুতো ভাই। তবে এখন বহু মেয়ের মনেই রীতিমতো রাজত্ব করছেন আহান। এখন দেখার কোথায় গিয়ে দাঁড়ায় সাইয়ারা-র গাড়ি।