মুক্তি পেল অজয় দেবগনের কমেডি অ্যাকশন ছবি 'সন অফ সর্দার ২'-এর দ্বিতীয় ট্রেলার। এখানে দর্শক যে জিনিসটি সবচেয়ে বেশি মিস করছেন তা হ'ল সঞ্জয় দত্তের অনুপস্থিতি। আসলে প্রথম পর্বেই সঞ্জয় দত্ত তাঁর কুল স্টাইল আর বলিষ্ঠ রসায়ন দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে 'সন অব সর্দার ২'-এ সঞ্জুবাবাকেই মিস করছে দর্শকরা।
অজয় দেবগন ও 'সন অফ সর্দার ২'-এর টিমকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে সঞ্জয় দত্ত লেখেন, 'এই ছবিতে একসঙ্গে কাজ করার মজাই আলাদা, অল দ্য বেস্ট দ্য রাজু!'
আপনাদের জানিয়ে রাখি, সঞ্জয় দত্ত নিজেও এই ছবির অংশ হতে চেয়েছিলেন, কিন্তু ভিসা সমস্যার কারণে তাঁকে ছবিটি থেকে সরে যেতে হয়েছিল। নেটফ্লিক্সের শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-তে এই তথ্য জানিয়েছেন অজয় দেবগন নিজেই। তিনি বলেছিলেন যে ছবিটির শুটিং স্কটল্যান্ড এবং লন্ডনের মতো আন্তর্জাতিক স্থানে হয়েছিল, যার জন্য সঞ্জয় দত্ত ভিসা পেতে সক্ষম হননি। এমন পরিস্থিতিতে সঞ্জয় দত্তের পরিবর্তে রবি কিষাণকে দায়িত্ব দেন তিনি।
কবে মুক্তি পাবে সিনেমাটি? বিজয় কুমার অরোরা পরিচালিত 'সন অফ সর্দার ২' এবং এবার গল্পটি পঞ্জাব থেকে স্কটল্যান্ডে চলে গেছে, যেখানে জস্সি (অজয় দেবগন) নিজেকে চার অতিবিভ্রান্ত মহিলার মধ্যে আটকা পড়েছে। ছবিতে ম্রুনাল ঠাকুর, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, নিরু বাজওয়া, চাঙ্কি পান্ডে, কুবরা সাইত, দীপক ডোব্রিয়াল, বিন্দু দারা সিং, রোশনি ওয়ালিয়া এবং প্রয়াত মুকুল দেবের মতো শক্তিশালী অভিনেতা রয়েছে।
২০২৫ সালের ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।