গত ১০ আগস্ট অর্থাৎ রবিবার ছিল শিলাজিৎ মজুমদারের স্ত্রী ইলিনা মজুমদারের জন্মদিন। দীর্ঘ ৪০ বছরের বৈবাহিক জীবনে এসেছে প্রচুর উত্থান পতন, কিন্তু তাও স্বামীকে ছেড়ে এক মুহূর্তের জন্য আলাদা হননি ইলিনা। সামলেছেন স্বামীর সমস্ত বায়নাক্কা। এবার স্ত্রীর জন্মদিনে একেবারে অন্যরকম একটি পোষ্ট করে ইলিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন গায়ক।
শিলাজিৎ যে ছবিটি পোস্ট করেছেন সেটি অন্য কারও তোলা। ছবিতে গাড়ির মধ্যে স্বামী-স্ত্রী দুজনকেই ঘুমিয়ে থাকতে দেখা যায়। খুব সাধারন এবং সামান্য একটি ছবি। বৈবাহিক সম্পর্কের বহু বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এমন ছবিই হয়ে ওঠে স্বামী-স্ত্রীর স্পেশাল ছবি।
ছবিটি শেয়ার করে সঙ্গীতশিল্পী লেখেন, ‘দিনটা স্পেশাল। ছবিটা অদ্ভুত। দাস্তা নিয়া কোনও এক ফাঁকে তুলেছে। প্রায় ৪০ বছর হয়ে গেল আমাদের আলাপের। কোনদিনই কেউ কাউকে শুভ জন্মদিন বলিনি। আজকেও বলছি না। কোনওদিন কোনও উপহার দিয়েছি বলেও মনে করতে পারছি না। আমি তো দিই না। আমরা একে অপরকে একটাই উপহার দিতে পেরেছি তার নাম ধি মজুমদার। সবাইকে সবসময় জাগ্রত থাকতেই হবে এরকম তো কোনও কথা ছিল না।’
প্রসঙ্গত, দীর্ঘ ৪০ বছরের বৈবাহিক জীবনে স্ত্রীকে কোনও দামি উপহার দিতে নারাজ শিলাজিৎ। জন্মদিনে ‘আই লাভ ইউ’ বলার পরিবর্তে সঙ্গে থাকাটাই তিনি মনে করেন সব থেকে বড় উপহার। এইভাবে সুখে দুঃখে স্ত্রীর সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে চান গায়ক।