মোহিত সুরির পরিচালিত 'সাইয়ারা' বর্তমানে বক্স অফিসে তার জাদু দেখাচ্ছে। এই ছবিটি ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছিল। 'সাইয়ারা' মুক্তির ১৭ দিন পরও বক্স অফিসে ভালো ব্যবসা করছে। অন্যদিকে, এই সপ্তাহে বক্স অফিসে একসঙ্গে আরও দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি হল সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমির 'ধড়ক-২' এবং দ্বিতীয়টি অজয় দেবগনের 'সন অফ সর্দার-২'। দুটিই সিক্যুয়েল এবং দুটিই ভিন্ন ঘরানার। আয়ের দিক থেকে কে কত এগিয়ে? দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: 'সারা জীবনের বিষয়…', ডিভোর্সের পর এবার প্রেম প্রসঙ্গে মুখ খুললেন শোলাঙ্কি!
প্রথম সপ্তাহান্তে মোট আয়ের দিক থেকে ‘সন অফ সর্দার ২’ সিদ্ধান্ত-তৃপ্তির ছবির থেকে বেশ অনেকটাই এগিয়ে। অন্যদিকে, স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ১৭তম দিনে 'সাইয়ারা' ৮.০০ কোটি টাকা আয় করেছে। এটি এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়। এখন পর্যন্ত এই ছবির মোট আয় ২৯৯.৭৫ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: কথা হল দেব-শুভশ্রীর? 'ধূমকেতু' আগেই নায়কের প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী
পাশাপাশি IMDb রেটিংয়ের দিক থেকে ‘ধড়ক ২’ এগিয়ে আছে, কিন্তু আয়ের দিক থেকে অজয় দেবগনের ছবির দাপট বেশি। ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে ‘ধড়ক ২’-এর মোট আয় ১১ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে, অজয় দেবগন এবং রবি কিষাণ অভিনীত ছবি 'সন অফ সর্দার ২' ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে মোট ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছে, রবিবার রাত পর্যন্ত।