চলতি বছর বড়দিন উৎসব উপলক্ষে অর্থাৎ ২৫ ডিসেম্বর সারা দেশ জুড়ে মুক্তি পাবে বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’। এই সিনেমায় বরুণ অভিনয় করবেন কীর্তি সুরেশ, সলমান খান, জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি, সানায়া মালহোত্রা সহ আরও কলাকুশলীদের সঙ্গে।
গত সপ্তাহে সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে, যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোনা গেছে জোর গুঞ্জন। অনেকের মতে, ২০১৬ সালের হিট তামিল সিনেমা থেরি সিনেমার রিমেক এই সিনেমাটি। দক্ষিণী সিনেমার রিমেক বলে অনেকেই এই সিনেমাটি নিয়ে উপহাস করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার ‘বেবি জন’ প্রসঙ্গে মুখ খুললেন বরুণ নিজেই।
বরুণ বলেন, অ্যাটলি যখন এই চিত্রনাট্যটি আমার কাছে নিয়ে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন এই চলচ্চিত্রের মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে হবে। এই সিনেমাটি একটি অন্য সিনেমার রিমেক হিসাবে নয় বরং সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে একটি নতুন সিনেমা তৈরি করতে হবে।
বরুণ আরও বলেন, আপনি এই সিনেমায় গল্পের একেবারে অন্যরকম অ্যাঙ্গেল দেখতে পাবেন। আপনি যদি মনে করেন এটি একটি রিমেক সিনেমা হিসেবে দেখবেন তাহলে আপনি ভুল ভাবছেন। এটি একেবারেই রিমেক সিনেমা নয়।
‘বেবি জন’ সিনেমাটি হতে চলেছে একটি অ্যাকশন ড্রামা সিনেমা। এটি পরিচালনা করছেন কেলিস। প্রযোজনা করছেন অ্যাটলি। এই সিনেমায় বরুণকে একজন পুলিশ অফিসার এবং একজন সিঙ্গেল বাবার ভূমিকায় দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: এত দেরিতে?’ খাদান মুক্তিতে বাকি আর ৪ দিন, কবে আসবে ট্রেলার? উত্তর দিলেন দেব
আরও পড়ুন: এলিমিনেশন ফেস অফে আরাত্রিকা-দিবাকর-সুস্মিতা! জন্মদিনেই সারেগামাপা থেকে কে পড়লেন বাদ
‘বেবি জন’ সিনেমার একটি ডায়লগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং সেটি হল, আমার মতো অনেকেই হয়তো আগে এসেছে কিন্তু আমি প্রথমবার এসেছি। বোঝাই যাচ্ছে, একজন নির্ভীক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন বরুণ।
এ্যাটলি ইতিমধ্যেই ‘জওয়ান’ সিনেমাটি পরিচালনা করে বলিউডে নিজের সুনাম বৃদ্ধি করেছেন। তবে এবার পরিচালকের ভূমিকায় নয় বরং একজন প্রযোজকের ভূমিকায় দেখা যাবে পরিচালককে। জওয়ান- এর মতোই এই সিনেমাটিও বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করতে পারে কিনা তা দেখার জন্য আর বেশ কিছুদিন অপেক্ষা করতেই হবে।