ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং আরজে মাহভাশের সম্পর্কের খবর বেশ কিছুদিন ধরেই সকলের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, যুজবেন্দ্র চাহাল এবং মাহভাশের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তা নিয়ে চর্চাও চলছে বিস্তর। আসলে দু'জনকেই অনেকবার একসঙ্গে দেখা গিয়েছে। চাহালকে সমর্থন করার জন্য মাহভাশকে অনেকবার ক্রিকেট স্টেডিয়ামেও দেখা গিয়েছে।
কিন্তু যখনই তাঁদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তখনই দু'জনেই একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করেছেন। সম্প্রতি, আরজে মাহভাশ একটি বড় সম্মাননায় ভূষিত হয়েছেন। সেই খবর তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। তা দেখে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তাঁদের মধ্যে সব থেকে যুজবেন্দ্র চাহালও ছিলেন।
যুজবেন্দ্র চাহালের মন্তব্য
আরজে মাহভাশ সম্প্রতি 'উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫' পুরষ্কারে ভূষিত হয়েছেন। এই সম্মান গ্রহণের পর মাহভাশ ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি তাঁর জার্নির কথা লেখেন। পাশাপাশি তিনি সকলকে ধন্যবাদও জানান।
মাহভাশ লেখেন, ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫, উদ্দেশ্য পরিষ্কার, গন্তব্য সহজ। আমি যে সমস্ত জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছি এবং যেগুলি কাজ করেনি, সেগুলির জন্যও আমি খুব গর্বিত, যাতে আরও ভাল জিনিস ঘটতে পারে। শুধু একটা জিনিস মনে রাখবেন, ঈশ্বর সাহায্য করেন। আজ হোক বা কাল, ঈশ্বর আপনার উদ্দেশ্য পূরণ করেন। তাই উদ্দেশ্য পরিষ্কার হওয়া দরকার, তাহলেই গন্তব্য সহজ হয়।'
আরও পড়ুন: গীতশ্রীর জীবনে নতুন শুরু! প্রবীর নয়, কার সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন নায়িকা?
তাঁর এই পোস্ট দেখে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তবে সব থেকে বেশি যে মন্তব্যটি নজর কেড়েছে, সেটি হল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের মন্তব্য। চাহাল পোস্টটি লাইক করেছেন। শুধু তাই নয় তাঁকে অভিনন্দনও জানিয়েছেন।
প্রসঙ্গত, ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই মাহভাশ সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল। রাজ শামানির পডকাস্টে ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি মাহবেশের সঙ্গে নাকি অন্য কারও সঙ্গে সম্পর্কে আছেন? তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ‘না, কিছুই নেই। মানুষ যা খুশি ভাবতে পারে।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি আবার প্রেমে পড়তে ভয় পাই না, তবে আমি হারাতে ভয় পাই, কারণ আমি হৃদয়ের সঙ্গে সংযুক্ত।’ যুজবেন্দ্র মাহভাশকে তাঁর বন্ধু বলেছিলেন।