ক্রিসমাস, শুধু একটা দিন বা একটা উৎসব নয়। এই দিনটি সকলের কাছে ভীষণ স্পেশাল কারণ এই দিনেই ভগবান যীশু খ্রিস্ট মর্তে আবির্ভূত হয়েছিলেন।প্রিয় যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তাঁর ভক্তরা এই দিন খেলনা, চকলেট ইত্যাদি উপহার দেন। প্রতিবছর এই দিন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয় ধুমধাম করে। তবে এটি যে শুধু খ্রিস্টানদের উৎসব তা নয়, এটি আপামর ভারতবাসীর উৎসব। আপনিও যদি ক্রিসমাস উপলক্ষে প্রিয় মানুষটিকে শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে একদম দেরি না করে এখনই পাঠিয়ে দিন ভালোবাসার বার্তা।
১) ক্রিসমাস শুধুমাত্র একটা দিন নয়, একটা ভালোবাসা, একটা আবেগের নাম। তোমাকে মেরি ক্রিসমাস উপলক্ষে জানাই অনেক অনেক ভালোবাসা।
২) ক্রিসমাসের অপেক্ষা থাকে সারা বছর জুড়ে, এইদিন সান্তাক্লজের কাছ থেকে পাওয়া যায় রকমারি উপহার। তোমাকেও জানাই ক্রিসমাসের অনেক শুভেচ্ছা
আরও পড়ুন: কবে, কখন, কীভাবে শুরু পৌষমেলা? এবারের বিশেষ আকর্ষণ কী? দেখে নিন সম্পূর্ণ সূচী
আরও পড়ুন: শীতের এই অভ্যাসে বাড়ছে ফ্যাটি লিভার, সুস্থ থাকার ‘চাবিকাঠি’ জানালেন বিশেষজ্ঞ
৩) মেরি ক্রিসমাস তোমাকে এবং তোমার গোটা পরিবারকে
৪) ক্রিসমাসের আনন্দে মেতে উঠুক তোমার জীবন, সবাইকে নিয়ে খুব ভালো থাকো। তোমাকে জানাই মেরি ক্রিসমাস।
৫) অনেক অনেক ভালোবাসা তোমাকে, আগামী জীবন সুন্দর হয়ে উঠুক এই কামনার মাধ্যমেই তোমাকে জানাই মেরি ক্রিসমাস।
৬) ক্রিসমাসের দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত দুঃখ-কষ্ট তোমার জীবন থেকেই সরে যাক। তোমাকে জানাই মেরি ক্রিসমাস।
আরও পড়ুন: এই ১০ প্রশ্ন করুন সঙ্গীকে, প্রেম জমে ওঠার আগে সাবধান হতে পারবেন
আরও পড়ুন: ক্রিসমাসে সবাইকে অবাক করে দিন! এই রেসিপিতে খুব সহজেই তৈরি হবে পারফেক্ট প্লাম কেক
৭) আগামী বছর সুন্দরময় হয়ে উঠুক, এই কামনাই করি। তোমাকে জানাই মেরি ক্রিসমাস।
৮) এই ছুটির মরশুমে আপনার জীবন হয়ে উঠুক ভীষণ রঙিন, আপনাকে এবং আপনার গোটা পরিবারকে জানাই মেরি ক্রিসমাস।
৯) আলোর বন্যায় এই দিন সেজে ওঠে গোটা পৃথিবী, আনন্দ মুখরিত হয়ে ওঠে সবকিছু। তোমাকে জানাই মেরি ক্রিসমাস
১০) মেরি মেরি ক্রিসমাস!! আনন্দে থাকো, আনন্দে রাখো। তোমাকে জানাই অনেক ভালোবাসা।