ঠিক যেন হলিউড সিনেমা। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় কিছু একটা হামাগুড়ি দিচ্ছিল। প্রথমে গাড়ির চালক বুঝতে পারেননি কী হতে পারে। একটু কাছে যেতেই, সামনে হামাগুড়ি দেওয়া জিনিসটার ওপর গাড়ির আলো পড়তেই, হতভম্ব হয়ে যায় চালক। আসলে এটি ছিল একটি ৮ ফুট লম্বা কুমির। আসলে, বৃষ্টি হলেই, রাস্তায় বেরিয়ে পড়ছে কুমির। আতঙ্ক বাড়ছে। সম্প্রতি, এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
স্বাভাবিকভাবেই, ব্যস্ত গাড়ির রাস্তায় কুমিরটিকে হামাগুড়ি দিতে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন লোকজন। এটা সত্যই ভাগ্যের ব্যাপার যে গাড়িতে বসেছিল লোকজন। রাস্তায় সেইভাবে কাউকেই দেখা যায় নি। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন, তিনিই এই ভিডিও তৈরি করেছিলেন। এই দৃশ্য স্বচক্ষে দেখলেই ভয় লাগবে, এটাই স্বাভাবিক।
আরও পড়ুন: (Virat Kohli Diet: কী খেয়ে এতটা ফিট বিরাট কোহলি! ডায়েট প্ল্যান জানলে রান্নাঘরে ছুটবেন)
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলায়।এখানকার নিকটবর্তী শিব নদী থেকে কুমিরটি বের হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই নদীতে অনেক কুমির রয়েছে। আসলে মহারাষ্ট্রের রত্নাগিরি নোনা জল, ঘড়িয়াল, কুমিরের জন্যই পরিচিত। এখানকার রাস্তায় প্রায়শই কুমির দেখা হয়। বৃষ্টির কারণে নদীগুলোতে জল বেড়ে গেলেই, এমন অবস্থায় কুমির বেরিয়ে আসে রাস্তায়। চিপলুন এবং রত্নাগিরি জেলার অন্যান্য এলাকায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার নদ- নদীর জলও বেড়েছে। তাই এদিনের কুমিরটিও বেরিয়ে পড়েছিল।
আরও পড়ুন: (Bizarre: এই গণিত শিক্ষক বিশ্বের ১৬৫ জন শিশুর বাবা! তাঁর কারণে আরও ১০ জন নারী এখন গর্ভবতী)
কী বলছেন নেটিজেনরা
স্বাভাবিকভাবেই, ভিডিয়োটি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে, নেটিজেনদের। মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। ভিডিয়োটি শেয়ার করতে গিয়ে ইউজার লিখেছেন, কেন রাস্তা পার হল কুমির!! মহারাষ্ট্রের রত্নগিরির একটি ভিডিয়ো, একটি কুমির শহরে ঘুরে বেড়াচ্ছে। আশা করি সবকিছু নিরাপদ রয়েছে। সবটা দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, কুমিরটি বৃষ্টির মধ্যে তাজা ভাজা বিশ্ববিখ্যাত দিলখুশ ছানা উপভোগ করতে এসেছিল। তবে, অন্য একজন আবার বর্তমান উন্নত সমাজের উপর বিরক্তি প্রকাশ করে লিখেছেন, কুমিরের আবাসস্থল অর্থাৎ জলাশয় এবং শহর ও শহর সংলগ্ন স্থানগুলি দখল করা হয়েছে। তাই তারা এখন খাবার খোঁজে মানুষের ঘরের ভিতরেই চলে আসতে চাইছে।