বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: বাসন্তীর লোকালয়ে কুমির আতঙ্ক! বন দফতরের তৎপরতায় মঙ্গলবার ভোর রাতে হল উদ্ধার
Updated: 25 Jun 2024, 10:59 PM IST
Sayani Rana
বাসন্তীর মসজিদ বাটি এলাকায় কুমির ঢুকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সোমবার দুপুর ২টো নাগাদ স্থানীয়রা প্রথমে দেখতে পান কুমিরটিকে। তারপর বন দফতরকে খবর দেওয়া হয়। গোসাবার সজনেখালী থেকে বন দফতরের কর্মীরা আসেন।সেখানে পুকুরে জাল ফেলে কুমিরটি ধরার চেষ্টা শুরু হয়। সোমবার রাত আটটার সময়, আবার নতুন করে জাল নিয়ে আসা হয় সুন্দরবন টাইগার রিজার্ভের অন্তর্গত সজনেখালী থেকে। অবশেষে মঙ্গলবার ভোর তিনটে নাগাদ কুমিরটিকে ধরতে সক্ষম হন তাঁরা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।