রাজনীতিতে সবই সম্ভব! কয়েকঘণ্টা আগেও তিনি বিজেপির হয়ে প্রচার করছিলেন। আর কয়েকঘণ্টা পরেই সেই প্রাক্তন সাংসদকেই দেখা গেল কংগ্রেসের মঞ্চে। একেবারে রাহুল গান্ধী যে মঞ্চে ছিলেন সেখানেই দেখা যায় অশোক তানোয়ারকে।
সিরসার প্রাক্তন সাংসদ অশোক তানওয়ার ফের কংগ্রেসে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার মহেন্দ্রগড়ে এক নির্বাচনী জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ভূপিন্দর সিং হুডার উপস্থিতিতে তানওয়ার কংগ্রেসে ফিরে আসেন।
একসময় হরিয়ানা কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করা তানওয়ার ২০১৯ সালে দল থেকে পদত্যাগ করেন। পরে ২০২১ সালের নভেম্বরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং ২০২২ সালের এপ্রিলে আম আদমি পার্টিতে (এএপি) যোগ দেন। এ বছরের শুরুর দিকে তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং তার শাসনকালে দেশের 'রূপান্তরের' প্রশংসা করেন। আর এবার তিনিই চলে এলেন কংগ্রেসে। বলা ভালো ঘরে ফিরলেন তিনি।
তানওয়ার জিন্দ জেলার সাফিদোনে বিজেপি প্রার্থীর পক্ষে প্রচারের কয়েক ঘন্টা পরে কংগ্রেসে যোগ দেন। রাহুল গান্ধী যখন তাঁর বক্তব্য শেষ করছিলেন, তখন মঞ্চ থেকে শ্রোতাদের কয়েক মিনিট অপেক্ষা করতে বলা হয়।
এর পরেই তানওয়ার মঞ্চে ওঠেন এবং ঘোষণা করা হয় যে ‘আজ উনকি ঘর বাপসি হো গয়ি হ্যায় (আজ তিনি কংগ্রেসে ফিরে এসেছেন)’।
হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তানওয়ার রাহুলের সঙ্গে করমর্দন করেন এবং হুডাকে শুভেচ্ছা জানান।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তিনি সিরসা (এসসি) থেকে ৩৫,৪৯৯ ভোটে আইএনএলডি প্রার্থী সীতা রামকে পরাজিত করেছিলেন। তবে, ২০১৪ সালের পরবর্তী নির্বাচনে তিনি আইএনএলডি-র চরণজিৎ সিং রোরির কাছে ১.১৫ লক্ষ ভোটে পরাজিত হন। ২০১৯ সালে বিজেপির সুনীতা দুগ্গলের কাছে ৩ লক্ষেরও বেশি ভোটে হেরে যাওয়ার পরে তাঁর রাজনৈতিক বিপর্যয় অব্যাহত ছিল।
তানওয়ারের কংগ্রেসে ফিরে আসা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানায় দলের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে তানোয়ারের ফের কংগ্রেসে ফেরার ঘটনা হরিয়ানার রাজনীতিতে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। যে তানোয়ার কয়েক ঘণ্টা আগেও বিজেপির সমর্থনে প্রচার করছিলেন। সেই তানোয়ারই আচমকা চলে আসেন কংগ্রেসে। রাহুল গান্ধী যখন প্রচার করছেন সেই সময় তিনি চলে আসেন কংগ্রেসের মঞ্চে। কিন্তু প্রশ্ন উঠছে যেভাবে বার বার দল বদলেছেন তিনি সেখানে তিনি কতদিন কংগ্রেসে থাকবেন সেটাও দেখার।